যে শর্তে নিষেধাজ্ঞামুক্ত রোমান সানা
শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞামুক্ত হলেন দেশের অন্যতম সেরা আরচার রোমান সানা।
মঙ্গলবার ফেডারেশনের নির্বাহী কমিটির সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফেডারেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেকে অনাবাসিক অনুশীলন ও ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ পাবেন রোমান।সেক্ষেত্রে তাকে কয়েকটি শর্ত মেনে চলতে হবে।
এর মধ্যে অন্যতম হলো,টঙ্গীর আরচারি ক্যাম্পে থেকে অনুশীলন করতে পারবেন না।যেখানে আগে সবার সঙ্গে আবাসিকে থেকে অনুশীলন করতেন।
শর্ত ঠিকঠাক মানলে রোমানের জাতীয় দলে ফেরারও সুযোগ থাকবে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ।
তিনি বলেন,সে পর্যবেক্ষণে থাকবে।তার পারফরম্যান্স ও সামগ্রিক বিষয় নিয়ে আবারও সভা হবে।তখন এ বিষয়ে সিদ্ধান্ত হবে।এ সময়টুকু আমরা তাকে পর্যবেক্ষণে রাখব।
নিষিদ্ধ হওয়ার সাড়ে তিন মাস পর অনুশীলনে ফেরার সুযোগ পেলেন রোমান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
যে শর্তে নিষেধাজ্ঞামুক্ত রোমান সানা
শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞামুক্ত হলেন দেশের অন্যতম সেরা আরচার রোমান সানা।
মঙ্গলবার ফেডারেশনের নির্বাহী কমিটির সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফেডারেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেকে অনাবাসিক অনুশীলন ও ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ পাবেন রোমান।সেক্ষেত্রে তাকে কয়েকটি শর্ত মেনে চলতে হবে।
এর মধ্যে অন্যতম হলো,টঙ্গীর আরচারি ক্যাম্পে থেকে অনুশীলন করতে পারবেন না।যেখানে আগে সবার সঙ্গে আবাসিকে থেকে অনুশীলন করতেন।
শর্ত ঠিকঠাক মানলে রোমানের জাতীয় দলে ফেরারও সুযোগ থাকবে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ।
তিনি বলেন,সে পর্যবেক্ষণে থাকবে।তার পারফরম্যান্স ও সামগ্রিক বিষয় নিয়ে আবারও সভা হবে।তখন এ বিষয়ে সিদ্ধান্ত হবে।এ সময়টুকু আমরা তাকে পর্যবেক্ষণে রাখব।
নিষিদ্ধ হওয়ার সাড়ে তিন মাস পর অনুশীলনে ফেরার সুযোগ পেলেন রোমান।