অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে নিয়ে স্টেডিয়াম চক্কর দিলেন ভারতের প্রধানমন্ত্রী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১২:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আগেই ঠিক করা ছিল বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দেখতে যাবেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
সেই হিসাবে বৃহস্পতিবার ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট ম্যাচটি শুরুর আগে সকালে আহমেদাবাদে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী এন্থনি আলবানেজকে সঙ্গে নিয়ে হাজির হন নরেন্দ্র মোদি।
খেলা শুরুর আগে দুই দলের ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অনুপ্রেরণা জোগান দুই দেশের প্রধানমন্ত্রী।
মোদির সামনেই মোদির নামে গড়া স্টেডিয়ামে খেলছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
বৃহস্পতিবার আগে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান করে অস্ট্রেলিয়া। এর পর মাত্র ১১ রানের ব্যবধানে হারায় ওপেনার ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনের উইকেট।
চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক স্টিভ স্মিথকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন ওপেনার উসমান খাজা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৭৫ রান। ২৭ ও ২ রানে ব্যাটিং করে যাচ্ছেন উসমান খাজা ও স্মিথ।
এই টেস্টে অস্ট্রেলিয়া জিতলে সিরিজে ড্র করার সুযোগ পাবে। আর ভারত জিতলে ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করবে।
Incredible moments ??
— BCCI (@BCCI) March 9, 2023
The Honourable Prime Minister of India, Shri Narendra Modiji and the Honourable Prime Minister of Australia, Mr Anthony Albanese take a lap of honour at the Narendra Modi Stadium in Ahmedabad@narendramodi | @PMOIndia | #TeamIndia | #INDvAUS | @GCAMotera pic.twitter.com/OqvNFzG9MD
