সালাহর বাড়িতে চুরি, টাকা গহনা নয়, খোয়া গেছে অল্প দামের জিনিস
স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৩, ১৮:৩৫:৩৯ | অনলাইন সংস্করণ
মোহাম্মদ সালাহ এখন ইংল্যান্ডে, লিভারপুলের হয়ে খেলা নিয়ে ব্যস্ত। লিভারপুলের সেই ব্যস্ততা থেকে ছুটি মিলবে আগামী সপ্তাহে। তখন আবার শুরু হবে জাতীয় দলের হয়ে ব্যস্ততা। তবে সেই সময়ে বাড়িতে যাওয়ার ফুরসতও মিলবে সালাহর।
এ মাসের শেষের দিকে দুটি প্রীতি ম্যাচ খেলবে মিসর। মালাউইর বিপক্ষে ঘরের মাঠে তারা মুখোমুখি হবে ২৪ মার্চ। এর চার দিন পর মালাউইয়ের মাঠে খেলতে যাবেন সালাহরা।
ঘরের মাঠে ম্যাচটির জন্য আগামী সপ্তাহে মিসরে যাওয়ার কথা ৩০ বছর বয়সী সালাহর। এর আগে একটি দুঃসংবাদই পেয়েছেন মিসরীয় তারকা। কায়রোতে তার বাড়িতে চুরি হয়েছে। মজার ব্যাপার হলো চোর কোনো দামি জিনিস নেয়নি। গয়না বা টাকা না নিয়ে চোর সালাহর বাড়ি থেকে নিয়ে গেছে টিভি রিসিভার। কে জানে, সালাহর টিভি রিসিভারের ওপর কী ক্ষোভ ছিল চোরের!
সালাহর বাড়িতে চুরি হওয়ার খবরটি দিয়েছে স্থানীয় সংবাদপত্র শরুক। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করে দিয়েছে কায়রোর পুলিশ। চুরি হওয়ার সময় সালাহর বাড়িতে কেউ ছিলেন না বলেই জানিয়েছে পত্রিকাটি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সালাহর বাড়িতে চুরি, টাকা গহনা নয়, খোয়া গেছে অল্প দামের জিনিস
মোহাম্মদ সালাহ এখন ইংল্যান্ডে, লিভারপুলের হয়ে খেলা নিয়ে ব্যস্ত। লিভারপুলের সেই ব্যস্ততা থেকে ছুটি মিলবে আগামী সপ্তাহে। তখন আবার শুরু হবে জাতীয় দলের হয়ে ব্যস্ততা। তবে সেই সময়ে বাড়িতে যাওয়ার ফুরসতও মিলবে সালাহর।
এ মাসের শেষের দিকে দুটি প্রীতি ম্যাচ খেলবে মিসর। মালাউইর বিপক্ষে ঘরের মাঠে তারা মুখোমুখি হবে ২৪ মার্চ। এর চার দিন পর মালাউইয়ের মাঠে খেলতে যাবেন সালাহরা।
ঘরের মাঠে ম্যাচটির জন্য আগামী সপ্তাহে মিসরে যাওয়ার কথা ৩০ বছর বয়সী সালাহর। এর আগে একটি দুঃসংবাদই পেয়েছেন মিসরীয় তারকা। কায়রোতে তার বাড়িতে চুরি হয়েছে। মজার ব্যাপার হলো চোর কোনো দামি জিনিস নেয়নি। গয়না বা টাকা না নিয়ে চোর সালাহর বাড়ি থেকে নিয়ে গেছে টিভি রিসিভার। কে জানে, সালাহর টিভি রিসিভারের ওপর কী ক্ষোভ ছিল চোরের!
সালাহর বাড়িতে চুরি হওয়ার খবরটি দিয়েছে স্থানীয় সংবাদপত্র শরুক। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করে দিয়েছে কায়রোর পুলিশ। চুরি হওয়ার সময় সালাহর বাড়িতে কেউ ছিলেন না বলেই জানিয়েছে পত্রিকাটি।