Logo
Logo
×

খেলা

টাইগারদের হারিয়ে যা বললেন আয়ারল্যান্ড অধিনায়ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ০৭:৫০ পিএম

টাইগারদের হারিয়ে যা বললেন আয়ারল্যান্ড অধিনায়ক

বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারের পর অবশেষে জয়ের দেখা পেল আয়ারল্যান্ড ক্রিকেট দল।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ খেলায় শুক্রবার চট্টগ্রামে স্বাগতিক বাংলাদেশ দলকে ১৯.২ ওভারে ১২৪ রানে অলআউট করে ৩৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় আইরিশরা। 

দলের জয়ে ৪১ বলে ১০টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন অধিনায়ক পল স্টারলিং। 

এদিন খেলা শেষে আয়াল্যান্ড অধিনায়ক বলেন, আজ আমাদের বোলারদের পারফরম্যান্স ছিল অসাধারণ। তাদের কারণেই জয় পাওয়া সম্ভব হয়েছে। আমরা গত দুই সপ্তাহ ধরে যা করেছি, তার ফল পেতে শুরু করেছি। আজকের জয়ে সকল কৃতিত্ব বোলারদের। 

তিনি আরও বলেন, আমরা খেলার মধ্যে থাকায় ধীরে ধীরে উন্নতি করেছি। আমরা এখানে কিছু ভালো ফলাফল পেয়েছি। আশা করছি ৪ এপ্রিল ঢাকায় শুরু হতে যাওয়া টেস্টেও প্রতিদ্বন্দ্বীতা করতে পারব।  

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম