|
ফলো করুন |
|
|---|---|
তামিম ইকবাল ও লিটন কুমার দাসের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৩ ওভারের খেলা শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৫ রান। ৪৪ ও ৩৪ রানে ব্যাট করছেন তামিম-লিটন।
রোববার ইংল্যান্ডের চেমসফোর্ডে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। এই ম্যাচে অভিষেক হয় রনি তালুকদারের। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে তিনি বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুললেও বেশি দূর যেতে পারেননি। ১৪ বলে ৪ রানেই ফেরেন।
এরপর অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৪ বলে ৪৯ রানের জুটি গড়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত।
সিরিজের প্রথম দুই ম্যাচে ৪৪ ও ১১৭ রানের ইনিংস খেলা শান্ত এদিন ফেরেন ৩২ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রানে।
৬৭ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরেন তামিম-লিটন।
