Logo
Logo
×

খেলা

‘ওহ ফাতিমা’ গান গেয়ে ভাইরাল গেইল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ০৯:৩২ পিএম

‘ওহ ফাতিমা’ গান গেয়ে ভাইরাল গেইল

একটা সময় ক্রিকেট মাঠের সেরা তারকা ছিলেন ক্রিস গেইল। ক্রিকেট থেকে ঘোষণা দিয়ে অবসর না নিলেও দীর্ঘদিন ধরে পেশাদার ক্রিকেটে নেই ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়ক।

ক্রিকেট থেকে দূরে থাকলেও আলোচনা থেকে দূরে নেই গেইল। এক সময় ব্যাট হাতে বোলারদের তুলোধুনো করে গ্যালারি মাতিয়ে রাখা গেইল এখন গান গেয়ে সেই জনপ্রিয়তা ধরে রাখার চেষ্টা করছেন!

২০২০ সালের নভেম্বরে ‘উই কাম আউট টু পার্টি’ নামের একটি মিউজিক ভিডিওর মধ্য দিয়ে সঙ্গীত জগতে ক্যারিয়ার শুরু করেন এই জ্যামাইকান তারকা। 

২০২১ সালের এপ্রিলে ক্রিস গেইলের ‘জ্যামাইকা টু ইন্ডিয়া’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়। একই বছরের সেপ্টেম্বরে ‘পাঞ্জাবি ড্যাডি’ নামে একটি গান প্রকাশিত হয়। 

ক্রিকেট ছেড়ে গানে ক্যারিয়ার গড়া প্রসঙ্গে গেইল বলেন, জাতীয় দলের হয়ে ভারত সফর এবং আইপিএল খেলতে গিয়ে ভারতে সুন্দর সময় কাটিয়েছি। ভারত সফরে যাওয়ার পরই গানের প্রতি আমার আলাদা ভালোবাসা জন্মায়। ‘ওহ ফাতিমা’-গানের মাধ্যমে আমার গানের ক্যারিয়ারে আরও মাত্রা পাবে। এই গানটি দুর্দান্ত গান, দুর্দান্ত লোকেশন, দুর্দান্ত অংশীদারিত্ব। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

গেইল ওহ ফাতেমা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম