Logo
Logo
×

খেলা

বুলবুল এখন কোচদেরও কোচ 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৩, ০৮:২৪ পিএম

বুলবুল এখন কোচদেরও কোচ 

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল নীরবে নিভৃতে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডেভেলপমেন্ট ইউনিটের অধীনে করেছেন মাস্টার এডুকেটর কোচ লেভেল টু। তার মানে বুলবুল এখন কোচদেরও কোচ। এই ধাপের প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেন কোচদের।

এ ব্যাপারে জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, গোটা বিশ্বে মাস্টার এডুকেটর লেভেল ওয়ান আছেন ১৬ জন; যারা কোচ তৈরি করবেন তাদের বলা হয় টিউটর। আমরা ওই টিউটর তৈরি করব। প্রথমে প্লেয়ার, তারপর কোচ, এরপর টিউটর। আর সবার ওপরে মাস্টার এডুকেট। 

বুলবুল আরও বলেন, লেভেল টু হচ্ছে আরও বড় পরিসরের। এটি হচ্ছে ক্রিকেট, সায়েন্স, ম্যানেজমেন্ট; এটি অনেক বড় লেভেলের কোর্স। এ কোর্সটা আমাদের করিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড, আইসিসি একাডেমি আর ক্রিকেট অস্ট্রেলিয়া। সঙ্গে অস্ট্রেলিয়ার টার্নার ক্যাম্বেল মিলে লেভেল ‘টু’র পুরো কারিকুলাম তৈরি করেছে।

গত শুক্রবার মাস্টার এডুকেটর বনে গেছেন ৫৫ বছর বয়সি আমিনুল ইসলাম বুলবুল। এ অর্জনের পর দায়িত্বটাও বেড়ে গেল আইসিসির এই কর্মকর্তার। 

বুলবুল বলেন, এখন আমরা বিভিন্ন দেশে গিয়ে টিউটর তৈরি করব। ২৩ ও ২৪ মে আফগানিস্তানের হাই পারফরম্যান্স ওয়ার্কশপ আমি একা পরিচালনা করব ইনশাআল্লাহ! ওদের কোচরা আবুধাবিতে চলে এসেছেন। ২৬ থেকে ৩১ মে আইসিসির লেভেল থ্রি কোর্স আফগানিস্তানের জন্য করব।

এর সঙ্গে আরেকটা সুখবর দিলেন বাংলাদেশের হয়ে ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডে খেলা বুলবুল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এই কোর্সে থাকবেন বাংলাদেশের আরেক কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। 

আইপিএল বুলবুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম