Logo
Logo
×

খেলা

৪২-এ ফিরবেন ক্রিস গেইল!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০১:৩৮ পিএম

৪২-এ ফিরবেন ক্রিস গেইল!

তার বয়স এখন ৪২। এটা যদি ক্রিকেট খেলার বয়স হয়, তাহলে বলুন তো এই বয়সেও খেলার স্বপ্ন দেখেন কোন ক্রিকেটার। তিনি হলেন ক্রিস গেইল। সেই ২০০৯ থেকে আইপিএল খেলে আসা গেইলকে এ বছর নিলামে কেনেনি কোনো দল। 

এই প্রথম আইপিএলে অনুপস্থিত ক্যারিবীয় ব্যাটিং গ্রেট আগামী বছর ভারতের এই টি ২০ টুর্নামেন্টে অবসর ভেঙে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন। তার কথায় আভাস পাওয়া গেছে যে, গেইল আইপিএলে ফিরে আবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলবেন।

গত পরশু আইপিএলের প্লে-অফে খেলতে ব্যর্থ হয় বেঙ্গালুরু। গুজরাট টাইটান্সের কাছে ছয় উইকেটে হেরে যাওয়া বেঙ্গালুরুর কোহলির সেঞ্চুরি বিফলে যায়। এদিন আইপিএলে নিজের সপ্তম টি ২০ সেঞ্চুরি করেন কোহলি। টপকে যান গেইলকে। আইপিএলে গেইলের সেঞ্চুরি ছয়টি।
 

ক্রিস গেইল ক্রিকেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম