হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপ, পূর্ণাঙ্গ সূচি শুক্রবার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ০১:১০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তান ও শ্রীলংকার মাটিতে যৌথভাবে এবার এশিয়া কাপ হবে। নানা নাটকীয়তার পর আসন্ন এশিয়া কাপের ভেন্যুটি চূড়ান্ত হয়েছে। তবে এখনো এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়নি।
৯ জুলাই থেকে দক্ষিণ আফ্রিকার ডারবানে শুরু হয়েছে আইসিসির সভা। সেখানেই সাক্ষাৎ হয়েছে ভারত ও পাকিস্তানের দুই বোর্ডকর্তার।
মঙ্গলবার পিসিবি সভাপতি জাকা আশরাফের সঙ্গে লম্বা সময় বৈঠক হয়েছে বিসিসিআই সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহর। এই আলোচনা থেকেই হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজনে সবুজ সংকেত মিলেছে। যদিও পিসিবির নতুন সভাপতি শুরুতে হাইব্রিড মডেলের প্রতি অসন্তোষ জানিয়েছিলেন।
পূর্ণাঙ্গ সূচি প্রকাশ হতে পারে আগামী শুক্রবার (১৪ জুলাই)। সূচি অনুয়ায়ী চারটি ম্যাচ হবে আয়োজক পাকিস্তানে ও বাকি ৯ টি শ্রীলংকায়। ৩১ আগস্ট শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে এশিয়া কাপ। তবে বিশ্বকাপ ইস্যুতে কোনো আলোচনা হয়নি দুপক্ষের।
শ্রীলংকায় হওয়া ৯টি ম্যাচের মধ্যে রয়েছে ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ দুটি ম্যাচ। আর দুদল ফাইনাল হলে তৃতীয় ম্যাচটিও হবে শ্রীলংকায়।
এশিয়া কাপের ২০১০ সংস্করণের মতোই শ্রীলংকার ডাম্বুলায় ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে। ঘরের মাঠে পাকিস্তানের একমাত্র ম্যাচ হবে অপেক্ষাকৃত দুর্বল নেপাল দলের বিপক্ষে। বাকি তিনটি ম্যাচ হলো আফগানিস্তান বনাম বাংলাদেশ, বাংলাদেশ বনাম শ্রীলংকা এবং শ্রীলংকা বনাম আফগানিস্তান।
এশিয়া কাপ ২০২৩ ওয়ানডে ফরম্যাটে খেলা হবে। গত বছর টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করা হয়েছিল। শেষবার ২০১৮ সালে এশিয়া কাপ ওডিআই ফরম্যাটে খেলা হয়েছিল। সেবার রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছিল।
সূত্র: ক্রিকেট পাকিস্তান
