Logo
Logo
×

খেলা

আজ অপেক্ষার অবসান ঘটছে সুমাইয়ার

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ১০:০৬ এএম

আজ অপেক্ষার অবসান ঘটছে সুমাইয়ার

মাতসুশিমা সুমাইয়া

লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্ন বহুদিনের বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলকন্যা মাতসুশিমা সুমাইয়ার। অবশেষে তার স্বপ্ন পূরণ হওয়ার পথে। নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৩ জনের দল ঘোষণা করেছে। দলে আছেন সুমাইয়া। অভিষেকের অপেক্ষায় এই ফরোয়ার্ড।

মাতসুশিমা সুমাইয়ার জন্ম জাপানে। তার মা জাপানি, বাবা বাংলাদেশি। বাবার নাম মাসুদুর রহমান। মা মাতসুশিমা তমোমি। গত দুই মৌসুম তিনি মেয়েদের ফুটবল লিগে ছিলেন কিংসে। সবশেষ লিগে ম্যাচ খেলেছেন কয়েকটি, গোলও করেছেন। লিগের পর তাকে ডাকা হয়েছিল বাফুফের ক্যাম্পে। প্রথমবারের মতো জায়গা করে নিলেন জাতীয় দলের ২৩ জনের স্কোয়াডে।
 

মাতসুশিমা সুমাইয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম