Logo
Logo
×

খেলা

আইপিএলের নিলাম কবে কোথায়?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ১০:৩৫ পিএম

আইপিএলের নিলাম কবে কোথায়?

৫ অক্টোবর হায়দরাবাদে শুরু হতে যাওয়া আইসিসি বিশ্বকাপ নিয়েই এখন ব্যস্ত ভারতীয় ক্রিকেট কেন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

এ ব্যস্ততার মধ্যেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আয়োজকরা জানিয়েছেন ডিসেম্বরের শেষ দিকে আইপিএল ১৭তম আসরের নিলাম শুরু হবে। 

বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখন আমাদের ফোকাস বিশ্বকাপে। বিশ্বকাপের পর আইপিএলের নিলামের তারিখ নির্ধারণ করা হবে। 

আইপিএলের চূড়ান্ত তারিখ এবং ভেন্যু ঘোষণা করা হবে বিশ্বকাপের পরে।

সম্ভবত ডিসেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে নিলাম অনুষ্ঠিত হতে পারে। তবে এ নিয়ে আইপিএলের পরের বৈঠকে আলোচনা হবে। 

তবে বিশ্বকাপের পরে আইপিএলের চূড়ান্ত তারিখ এবং ভেন্যু ঘোষণা করা হবে।

আইপিএল ২০২৪ সালের নিলামে ফ্র্যাঞ্চাইজি হিসেবে সুপারস্টারদের জন্য ৯৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকা ধরা হয়েছে। 

আইপিএল নিলাম কবে কোথায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম