Logo
Logo
×

খেলা

এশিয়া কাপ খেলতে সবার আগে পাকিস্তান গেল নেপাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ০৪:৩১ পিএম

এশিয়া কাপ খেলতে সবার আগে পাকিস্তান গেল নেপাল

৩০ আগস্ট করাচিতে এশিয়া কাপের ১৬তম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান বনাম নেপাল। 

টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিতে সবার আগে পাকিস্তান সফরে গেল নেপাল ক্রিকেট দল। 

নেপাল ক্রিকেট দল করাচি বিমানবন্দরে পৌঁছলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা। 

নেপালের অন্যতম সেরা ক্রিকেটার হলেন সন্দীপ লামিচান। তার পারফরম্যান্সের ভিত্তিতেই এশিয়া কাপে প্রথমবার সুযোগ পেয়েছে নেপাল; কিন্তু গত বছরের সেপ্টেম্বরে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়। সেই মামলায় আগামী রোববার তাকে আদালতে হাজির হতে হবে। যে কারণে এশিয়া কাপ খেলতে যেতে পারেননি তিনি। 

মঙ্গলবার পাকিস্তানের উদ্দেশে রওনা দেওয়ার আগে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের ম্যানেজার প্রদীপ মাজগাইয়ান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘যেহেতু লামিচানের বিরুদ্ধে আদালতে বিচারাধীন মামলা রয়েছে, তাই এখন সে আমাদের সঙ্গে যাচ্ছে না।’ 

এশিয়া কাপ খেলতে সবার আগে পাকিস্তান গেল নেপাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম