বাবর আজমের বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন এই অভিনেত্রী

 অনলাইন ডেস্ক 
১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৬ পিএম  |  অনলাইন সংস্করণ

পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন বলে জানিয়েছেন দেশটির এক অভিনেত্রী। ওই অভিনেত্রীর নাম সেহার শিনওয়ারি। পাকিস্তানের হায়দরাবাদে তার জন্ম। 

এশিয়া কাপে ভারতের সঙ্গে পাকিস্তান দল হেরে যাওয়ায় এক প্রতিক্রিয়ায় এমনটা জানিয়েছেন সেহার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে পাক অভিনেত্রী লেখেন, বাবর আজম ও তার দলের বিরুদ্ধে এফআইআর করতে যাচ্ছি। কারণ, তারা ক্রিকেটের বদলে সব সময় আমাদের দেশের ভাবাবেগ নিয়ে খেলেন।

তবে অভিনেত্রীর পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। একজন লিখেছেন, ‘চিল! এটি একটি খেলা! একবার ভাবুন তো বাবর আজম ভারতীয় হলে কতটা মূল্যবান হতেন? নিঃসন্দেহে তিনি খুব ভালো ক্রিকেটার! এ ধরনের মন্তব্য অবশ্যই এড়িয়ে যাবেন।

ক্রিকেটে ভারত ও পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী। এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল দুদেশ। সুপার ৪-এ রোহিত শর্মাদের কাছে হেরে যান বাবররা। পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন পাকিস্তান।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : এশিয়া কাপ-২০২৩