Logo
Logo
×

খেলা

জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু পিএসজি ও বার্সার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৪ এএম

জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু পিএসজি ও বার্সার

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৩-২৪ নতুন মৌসুম মাঠে গড়িয়েছে মঙ্গলবার। যেখানে পিএসজির জয় দিয়ে শুরু এবারের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ যাত্রা। 

মঙ্গলবার আসরের প্রথম ম্যাচেই রাঘববোয়াল বধ করেছে ফরাসি ক্লাবটি, বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়েছেন লুইস এনরিকের শিষ্যরা। অপর ম্যাচে বার্সেলোনা ঘরের মাঠে অ্যান্টওয়ার্পকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে।  

নেইমার-মেসি-এমবাপ্পে একসঙ্গে চেষ্টা করেও পিএসজিকে কাঙ্ক্ষিত  চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দিতে পারেননি। এবার সেখানে লিওনেল মেসি নেই, নেইমারও ছেড়েছেন দল। ফলে এবার পিএসজির পুরো পরিকল্পনা জুড়েই আছেন কিলিয়ান এমবাপ্পে। অবশ্য তাকে রাখতে চায়নি পিএসজিও! টানাপোড়েনে শেষ পর্যন্ত ক্লাবে থেকে যাওয়া এ বিশ্বকাপজয়ী তারকার দিকে এবার চোখ ছিল সবার। 

আরও পড়ুন: আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা ঘরে তুলল ব্রাজিল

ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য ধরে রাখার চেষ্টা চালায় পিএসজি। তবে তাদের গোছানো আক্রমণও গোলের মুখ দেখছিল না। প্রথমার্ধের ৭৮ ভাগ সময় বলদখলে রেখেও ডর্টমুন্ডের রক্ষণভেদ করতে পারেনি ক্লাবটি। ফলে গোলশূন্য নিয়ে বিরতিতে যায় উভয় দল । 

তবে বিরতির পরেই বদলে যায় চিত্র। মাঠে ফিরেই গোল পান ফরাসিরা, ৪৭তম মিনিটে প্রথমবার গোল উল্লাসের সুযোগ করে দেন এমবাপ্পে। নিজের আদায় করা পেনাল্টিতে ক্লাবকে লিড এনে দেন তিনি। ম্যাচের ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাকিমি। ভিতিনহার কাছ থেকে বল পেয়ে দারুণভাবে এক ডর্টমুন্ড ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন এই মরোক্কান তারকা। এর পর দুদলই চেষ্টা করেছে গোলের। কিন্তু কেউ আর গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন ফরাসি জায়ান্টরা।

ছিটকে যাওয়া বার্সেলোনা অবশ্য অ্যান্টওয়ার্পকে পেয়ে ছেলেখেলা করেছে। ২৩ মিনিটের মধ্যে তুলে নেয় তিন গোল। ১১ মিনিটে শুরুর গোলটি করেছেন জোয়াও ফেলিক্স, ১৯ মিনিটে লেভানদোভস্কি। ২২ মিনিটে অবশ্য আত্মঘাতী গোলে স্কোর দাঁড়ায় ৩-০। বিরতির পর ৫৪ মিনিটে গাভি করেন চতুর্থ গোল। ৬৬ মিনিটে ফেলিক্স তার জোড়া গোলটি করলে পরে আর ব্যবধানে হেরফের করতে পারেনি অ্যান্টওয়ার্প। এতে ঘরের মাঠে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন জাভি হার্নান্দেজের শিষ্যরা।

জয় চ্যাম্পিয়নস লিগ পিএসজি বার্সা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম