বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে আবেগঘন বার্তা দিলেন নাসিম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যের দলে নেই নাসিম শাহ। চোটের কারণে ছিটকে পড়েছেন এই তারকা পেসার।
বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপ পোড়াচ্ছে নাসিমকে! দল ঘোষণার পরপরই তার ভক্তদের উদ্দেশে একটি টুইট করেছেন তিনি।
নাসিম লিখেছেন, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের জানাচ্ছি, আমি এই দারুণ একটা দলের অংশ হতে পারিনি, যারা আমাদের দেশকে প্রতিনিধিত্ব করবে। আমি হতাশ হলেও এটা বিশ্বাস করি যে, সবকিছু আল্লাহর হাতে। দ্রুতই মাঠে ফিরব ইনশাআল্লাহ!'
With a heavy heart, I'm sharing that I will not be part of this amazing team that will be representing our beloved country. While I'm disappointed, I believe everything is in Allah's hands. InshahAllah will be on the field very soon.
— Naseem Shah (@iNaseemShah) September 22, 2023
Thank you to all my fans for the prayers!
এর আগে চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যান নাসিম শাহ। একই কারণে এই পেসারকে রাখা হয়নি বিশ্বকাপ দলেও। তার পরিবর্তে দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরেছেন হাসান আলী। আরেক পেসার হারিস রউফকে নিয়ে কিছুটা শঙ্কা ছিল। তবে সেটা কেটে গেছে। তিনি দলে আছেন।
আরও পড়ুন: বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল পাকিস্তান
গুঞ্জন ছিল পাকিস্তান দলে জায়গা হারাচ্ছেন শাদাব খান। তবে তাকে দলে রাখা হয়েছে। শাদাব দলে তো আছেনই, একই সঙ্গে সহ অধিনায়কের দায়িত্বেও বহাল রয়েছেন।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান আলী আগা, ওসামা মীর, সৌদ শাকিল, হাসান আলী।
রিজার্ভ ক্রিকেটার- মোহাম্মদ হারিস, আবরার আহমাদ, জামান খান।
