Logo
Logo
×

খেলা

মাঠে নামার আগেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, খেলা বন্ধ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৯ পিএম

মাঠে নামার আগেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, খেলা বন্ধ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচাতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটিং নিয়েছেন টাইগাররা। তবে খেলা শুরু হওয়ার এক-দুই মিনিট আগেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে কভার দিয়ে পিচ ঢেকে দেওয়া হয়েছে।

মিরপুরে দুপুর ২টায় খেলা শুরু হওয়ার কথা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আপাতত বন্ধ রয়েছে খেলা। এর আগের দুটি ম্যাচে বৃষ্টি হানা দিয়েছিল। 

ধারাভাষ্যকাররা জানিয়েছেন, ফ্লাডলাইট জ্বলছে। আকাশে মেঘ রয়েছে কিন্তু খুব ভয়ঙ্কর দেখাচ্ছে না। পূর্বাভাসও খুব খারাপ না। আশা করি, দ্রুত ঠিক হয়ে যাবে।

আরও পড়ুন: ক্রিকেট পাড়ায় উত্তাপ, বিশ্বকাপ দলে কি থাকছেন তামিম?

প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম এবং শরিফুল ইসলামদের তৃতীয় ওয়ানডের জন্য মূল একাদশে রাখা হয়েছে। অভিষেক হচ্ছে বাঁহাতি উইকেটকিপার-ব্যাটার জাকির হাসানের।

এর আগে বিসিবি জানিয়েছিল, সিরিজের শেষ ওয়ানডে খেলবেন না লিটন দাস। এ কারণে ওই ম্যাচে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া বিশ্রামে থাকবেন ওপেনার তামিম ইকবালও।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ মাঠ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম