|
ফলো করুন |
|
|---|---|
২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি ৬৪৮ রান করেছিলেন ভারতের রোহিত শর্মা। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (৬৪৭) ও বাংলাদেশের সাকিব আল হাসান (৬০৬)। আগামীকাল ভারতে শুরু হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে কে হতে পারেন সর্বোচ্চ রান সংগ্রাহক? নিজেদের বিশ্লেষক প্যানেলের নয় সাবেক ক্রিকেটারের কাছে এই প্রশ্নটিই করেছিল বিশ্বকাপের সম্প্রচারকারী টিভি চ্যানেল স্টার স্পোর্টস। নয়জনের মধ্যে চারজনই মনে করেন, এবার সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন ভারতের তরুণ ওপেনার শুবমান গিল। পাকিস্তানের ওয়াকার ইউনুস, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন এবং ভারতের পিযুষ চাওলা ও মিতালি রাজের ভোট পড়েছে ওয়ানডে র্যাংকিংয়ের দুই নম্বর ব্যাটার গিলের বাক্সে।
আরেক ভারতীয় বিরাট কোহলি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি ও ভারতের ইরফান পাঠানের ভোট। প্রোটিয়া পেস কিংবদন্তি ডেল স্টেইন বাজি ধরেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমের পক্ষে। বাবর এখন ওয়ানডের এক নম্বর ব্যাটার। ইংল্যান্ডের ডমিনিক কর্ক এগিয়ে রেখেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। আর ভারতের গৌতম গম্ভীরের ভোট পড়েছে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের বাক্সে।
