|
ফলো করুন |
|
|---|---|
ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালের জন্য পূর্বনির্ধারিত ওয়াংখেড়ের পিচ পরিবর্তন করা হয়। ভারতের বিরুদ্ধে এই অভিযোগকে কেন্দ্র করে বুধবার সরগরম হয়েছিল ক্রিকেটবিশ্ব। আইসিসি অবশ্য সেদিনই জানিয়ে দিয়েছে, পিচ পরিবর্তনের ঘটনায় কোনো বিতর্ক নেই। অভিযোগ জানায়নি প্রতিপক্ষ নিউজিল্যান্ডও। সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও ওয়াংখেড়ের পিচকে দোষারোপ করেননি নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন।
নতুন উইকেটের বদলে প্রথম সেমিফাইনাল হয়েছে ব্যবহৃত উইকেটে। আয়োজক ভারত অনৈতিক সুবিধা নিচ্ছে বলে সমালোচকরা সুর চড়ালেও, বিতর্ক খুঁজে পাননি নিউজিল্যান্ড অধিনায়ক। উইলিয়ামসন বলেছেন, ‘এই উইকেট আগে ব্যবহার করা হয়েছে। তবে বেশ ভালো উইকেট। আমাদের তেমনই মনে হয়েছে। কোনো সমস্যা হয়নি। খেলার প্রথম ভাগে অনেক রান হয়েছে। আমার মতে, ডে-নাইট ম্যাচে দ্বিতীয় ইনিংসে কিছু পরিবর্তন হয়। আলো ও আরও কিছু বিষয় পরিস্থিতির পরিবর্তন ঘটায়। গোটা টুর্নামেন্টেই আমরা বিষয়টা লক্ষ্য করেছি।’
উইলিয়ামসন মেনে নিয়েছেন, যোগ্য দল হিসাবেই বিশ্বকাপের ফাইনালে উঠেছেন রোহিত শর্মারা। বলেছেন, ‘মেনে নিতে অসুবিধা নেই, ভারত অনেক ভালো খেলেছে। প্রতিযোগিতার এই পর্যায় পর্যন্ত এসে আরও এগোতে না পারা হতাশাজনক। তবে আমরা একটা ভালো দলের কাছে হেরেছি। আমাদের সাত সপ্তাহের একটা যাত্রা শেষ হলো।’
