Logo
Logo
×

খেলা

শাহরুখ-সোনমে মুগ্ধ বেকহ্যাম, দিলেন বিশেষ বার্তা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০২:৪১ পিএম

শাহরুখ-সোনমে মুগ্ধ বেকহ্যাম, দিলেন বিশেষ বার্তা

ভারত সফর শেষে দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। ভারত সফরের শেষ রাতে শাহরুখ খানের মান্নতে যান বেকহ্যাম। 

যদিও তার আগে অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজার বাড়িতে অতিথি হয়ে যান তিনি। এ ছাড়া আম্বানিদের অ্যান্টালিয়াতেও নিমন্ত্রণ ছিল তার। 

দেশে ফিরেই শাহরুখকে ধন্যবাদ জানাতে টুইট করেন বেকহ্যাম। তিনি লিখেন— ‘তুমি অসাধারণ মানুষ। তোমার বাড়িতে পা রেখে নিজেকে ধন্য মনে করছি। তোমার সঙ্গে নৈশভোজ সত্যিই উপভোগ করেছি। আমার এবারের ভারত সফর উজ্জ্বল হয়ে উঠেছে তোমাদের জন্য। লন্ডনে এলে আমার বাড়ি অবশ্যই এসো। যে কোনো দিন, যে কোনো সময়।’

শাহরুখ লিখেছিলেন— ‘বৃহস্পতিবার রাত কাটল আইকনের সঙ্গে। একজন জেন্টালম্যানকে সামনাসামনি দেখলাম। বহুদিন থেকেই ইনি আমাকে অনুপ্রাণিত করেন। ছোট বাচ্চাদের সঙ্গে যখন উনি কথা বলছিলেন, তখন বুঝতে পারলাম কতটা নরম মানুষ তিনি। আপনার পরিবারের জন্য রইল ভালোবাসা। খুব ভালো থাকবেন। আর হ্যাঁ, এবার একটু ঘুমোন।’

এর আগে বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বলিউড তারকাদের পাশে বসে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করতে দেখা গেছে বেকহ্যামকে।

বেকহ্যাম মান্নত শাহরুখ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম