Logo
Logo
×

খেলা

আইপিএলে দল বদল: ‘ঘরে’ ফিরছেন হার্দিক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ১১:১২ এএম

আইপিএলে দল বদল: ‘ঘরে’ ফিরছেন হার্দিক

হার্দিক পান্ডিয়া

গুজরাট টাইটান্সে যোগ দিয়েই নতুন দলটিকে ২০২২ সালে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতান হার্দিক পান্ডিয়া। সর্বশেষ আসরেও খেলেছিলেন ফাইনালে। তবে এবার গুজরাট ছেড়ে দিচ্ছেন তারকা অলরাউন্ডার। ফিরছেন তার পুরনো ঠিকানা মুম্বাই ইন্ডিয়ান্সে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এমনই খবর দিয়েছে। তারা জানিয়েছে, ২০১৫ সালে যেখান থেকে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন হার্দিক, সেই ঠিকানায় ফেরত যাচ্ছেন তিনি।

হার্দিককে কিনে নিতে ১৫ কোটি টাকার চুক্তি করছে মুম্বাই। এছাড়াও হার্দিকের পারিশ্রমিক আছে আলাদা, সেই অঙ্কটা প্রকাশ করা হয়নি। ট্রান্সফার ফির ৫০ শতাংশ পাবেন হার্দিক নিজে।

চুক্তিটা সম্পন্ন হয়ে গেলে তা হবে আইপিএলের ইতিহাসের সবচেয়ে বড় দল বদলের ঘটনা। এই ব্যাপারে কোনো ফ্যাঞ্চাইজি অবশ্য মন্তব্য করেনি। মুম্বাইয়ের জন্য চ্যালেঞ্জ হচ্ছে, খেলোয়াড় কেনার জন্য তাদের হাতে আছে আর ৫০ লাখ রুপি। এছাড়াও আগামী নিলামের সঙ্গে মিলিয়ে আরও ৫ কোটি যুক্ত করতে পারে তারা। এর মানে হচ্ছে- হার্দিককে পেতে একজন খেলোয়াড়কে ছেড়ে দিতে হবে মুম্বাইকে। ২৬ নভেম্বরের মধ্যে করতে হবে এই কাজ।

গুজরাটে দুই মৌসুমে দারুণ সফল হার্দিক। তার নেতৃত্বে এক শিরোপা আর আরেকটির ফাইনাল খেলে গুজরাট। ব্যাটে-বলেও দলের সাফল্যে বড় ভূমিকা ছিল তার।

আইপিএল দল বদল হার্দিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম