Logo
Logo
×

খেলা

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ, আছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ০২:৩৩ পিএম

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ, আছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। তার আগে এই মিনি নিলামের জন্য পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। নিলামের জন্য নিবন্ধন করেছিলেন এক হাজার ১৬৬ জন দেশি-বিদেশি ক্রিকেটার। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৩৩ ক্রিকেটার। যার মধ্যে রয়েছেন ২১৪ জন ভারতীয় এবং ১১৯ জন বিদেশি ক্রিকেটার। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার।

আইপিএলের গভর্নিং বডির তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে ৭৭টি স্লট ফাঁকা রয়েছে। অর্থাৎ ৭৭টি ফাঁকা জায়গার জন্য লড়াই হবে ৩৩৩ ক্রিকেটারের। এই ৭৭টি স্লটের মধ্যে আবার ৩০টি স্লট রয়েছে বিদেশি ক্রিকেটারদের জন্য।

আসন্ন মিনি নিলামে সর্বাধিক বেসপ্রাইস (ন্যূনতম মূল্য) রয়েছে দুই কোটি টাকার। এই সর্বোচ্চ ক্যাটাগরিতে রয়েছেন মোট ২৩ ক্রিকেটার। ১৩ জন ক্রিকেটার রয়েছেন দেড় কোটির ব্র্যাকেটে। ২ কোটি টাকা ন্যূনতম মূল্য রাখা ক্রিকেটারদের মধ্যে ২০ জন বিদেশি।

তারা হলেন— হ্যারি ব্রুক, ট্রাভিস হেড, রাইলি রুসো, স্টিভ স্মিথ, জেরাল্ড কোয়েটজে, প্যাট কামিন্স, ক্রিস ওকস, জশ ইংলিস, লকি ফার্গুসন, জস হ্যাজলউড, মিচেল স্টার্ক, মুজিব উর রহমান, আদিল রশিদ, ভ্যান ডার ডুসেন, জেমস ভিন্স, শন অ্যাবট, জেমি ওভারটন, ডেভিড উইলি, বেন ডাকেট ও মোস্তাফিজুর রহমান। তাদের মধ্যে ব্রুক, স্মিথ, কামিন্স, ওকস, ফার্গুসন, হ্যাজলউড, স্টার্ক, মুজিবুর, উইলি ও মোস্তাফিজুরের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে।

মাত্র তিনজন ভারতীয় ক্রিকেটারের ন্যূনতম মূল্য ২ কোটি টাকা। তারা হলেন— হার্শেল প্যাটেল, শারদুল ঠাকুর ও উমেশ যাদব। গতবার হার্শেল ছিলেন আরসিবিতে। শারদুল ও উমেশ ছিলেন কলকাতা নাইট রাইডার্সে।

চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে মোস্তাফিজ ছাড়াও আছেন আরও দুই পেসার। তাসকিনের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি এবং শরিফুলের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম