Logo
Logo
×

খেলা

বিশ্বকাপে পরা মেসির জার্সির দাম উঠল ৮৫ কোটি টাকা!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৪ পিএম

বিশ্বকাপে পরা মেসির জার্সির দাম উঠল ৮৫ কোটি টাকা!

২০২২ বিশ্বকাপে লিওনেল মেসির পরিহিত জার্সি নিলামে উঠেছে। সে জার্সিগুলোর জন্য নিলামে ৭.৮ মিলিয়ন ডলারের ডাক এসেছে, যা বাংলাদেশি অর্থে ৮৫ কোটি টাকা। খবর এএফপির। 

মেসির এ জার্সি নিলামে উঠেছে যে প্রতিষ্ঠানের মাধ্যমে, সে সো দে বাইয়ের মডার্ন কালেক্টিবলস বিভাগের প্রধান ব্রাহম ওয়াচার জানিয়েছেন, ২০২২ বিশ্বকাপ খেলাধুলার ইতিহাসেরই অন্যতম সেরা আসর।

এই আসরটা মেসির সাহসী যাত্রা, ও তাকে পরিপূর্ণভাবে সর্বকালের সেরার খেতাব পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।

সে বিশ্বকাপে তার পরা ছয়টি জার্সি নিলামে ওঠা, নিলামের ইতিহাসেরই অন্যতম বড় এক ঘটনা। এটি মেসির ইতিহাসের স্মরণীয় একটা অংশকে নিজেদের করে নেওয়ার সুযোগ দিয়েছে ভক্ত ও সংগ্রহকারীদের। 

এই অমূল্য সম্পদগুলো সামনে তুলে ধরা, ওসব নিলামের জন্য ডাকাটা সো দে বাইয়ের জন্য সম্মানের বিষয়।
 

বিশ্বকাপ মেসি জার্সি দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম