Logo
Logo
×

খেলা

ওয়েন রুনির নাক ফাটিয়ে দিল প্রতিপক্ষ খেলোয়াড়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০১৮, ০৫:৫৭ এএম

ওয়েন রুনির নাক ফাটিয়ে দিল প্রতিপক্ষ খেলোয়াড়

কথায় আছে- বেশি হেসো না, পরে কাঁদতে হবে তবে। কিছুক্ষণের ব্যবধানে তা হাড়ে হাড়ে টের পেলেন ওয়েন রুনি। আনন্দ-বেদনার রাত কাটালেন তিনি। প্রথমে গোল করে হাসলেন, পরক্ষণে নাক ভাঙায় কাঁদলেন।

গেল মাসে এভারটন ছেড়ে মেজর সকার লিগের ক্লাব ডিসি ইউনাইটেডে যোগ দেন রুনি। রোববার রাতে কলরাডো রেপিডসের বিপক্ষে খেলা ছিল তার দলের। ২-১ ব্যবধানের জয়ও তুলে নিয়েছে ইউনাইটেড। 

৩৩ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন রুনি। এ সময় সতীর্থদের সঙ্গে উল্লাসে ফেটে পড়েন তিনি। এতে জয়ে অবদান রাখলেও ম্যাচশেষে তার সেই উল্লাস থাকেনি।

নির্ধারিত সময়ের খেলা শেষে ইনজুরি টাইমে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে নাকে আঘাত পান রুনি। এতে তার নাক ফেটে যায়। মুখ রক্তাক্ত হয়ে যায়। সাইডলাইনে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। তবে তাতেও কাজ হয়নি। পরে নাকে পাঁচটি সেলাই করতে হয়েছে তাকে।

ডিসি ইউনাইটেডের হয়ে তৃতীয় ম্যাচে এসে প্রথম গোল পেলেন রুনি। নিশানাভেদ করতে পেরে যেমন উচ্ছ্বসিত, তেমন ব্যথিত ৩২ বছরের ফরোয়ার্ড। সোশ্যাল মিডিয়া টুইটারে তিনি লিখেছেন- নতুন ক্লাবের হয়ে প্রথম গোল করতে পেরে আমি আনন্দিত।  সেই সঙ্গে কষ্ট, নাক ভেঙে গেছে; পাঁচটি সেলাই লেগেছে।

রুনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম