Logo
Logo
×

খেলা

যুগান্তরে সব খেলার খবর চান তারকারা

Icon

ওমর ফারুক রুবেল

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:৫৩ পিএম

যুগান্তরে সব খেলার খবর চান তারকারা

চব্বিশ পেরিয়ে পঁচিশে দেশের প্রথম শ্রেণির সর্বাধিক প্রচারিত পত্রিকা দৈনিক যুগান্তর। দুই যুগ পেরিয়ে আসা পাঠকনন্দিত এই পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারা। সেই সঙ্গে তাদের চাওয়াও জানিয়েছেন যুগান্তরের কাছে।

মাবিয়া আক্তার, স্বর্ণজয়ী ভারোত্তোলক
শুভ জন্মদিন দৈনিক যুগান্তর। আশা করি, নতুন বছরে নতুন পথে চলবে এই দৈনিকটি। ক্রিকেট ও ফুটবলের বাইরে আরও অনেক খেলা রয়েছে। সেই খেলাগুলোকে আরও প্রচারের আলোয় আনতে হবে। যুগান্তরের কাছে আমার প্রত্যাশা, আমাদের অন্য খেলাগুলো নিয়েও যেন বেশি করে লেখা হয়। তাতে আরও ক্রীড়াবিদ বেরিয়ে আসবে। 

দিয়া সিদ্দিকী, স্বর্ণজয়ী আরচার
দেশের অন্যতম সেরা পত্রিকা দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাই। দেশের অন্য সব ক্রীড়ার মতো আরচারির খবর ও খেলার ছবি আমি যুগান্তরে পাই। এজন্য এই পত্রিকাটিকে ধন্যবাদ। আশা করি আগামীতেও আমাদের সব খবর ও ছবি পাব। সেই প্রত্যাশা করি।

সাঈদ আল জাবির, সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড়
আমার প্রিয় দু-একটি পত্রিকার মধ্যে অন্যতম দৈনিক যুগান্তর। ক্রিকেট ও ফুটবলের মধ্যে যখন অন্যরা সীমাবদ্ধ থাকে, তখন অন্য ক্রীড়া ফেডারেশনগুলোর খবর সমানভাবে গুরুত্ব দিয়ে ছাপে এই পত্রিকা। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে আশা করি। শুভ কামনা দৈনিক যুগান্তরকে। 

শিরিন আক্তার, দ্রুততম মানবী
আমার ভালো লাগার অন্যতম পত্রিকা দৈনিক যুগান্তর। প্রিয় পত্রিকা পঁচিশে পা দিচ্ছে শুনে ভালো লাগছে। শুভ কামনা। আশা করি আমাদের সব খবর ও ছবি সমান গুরুত্ব দিয়ে পত্রিকাটি ছাপবে আগামীতেও। 

যুগান্তর সব খবর চাই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম