Logo
Logo
×

খেলা

সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন তানজিদ তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৫ পিএম

সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন তানজিদ তামিম

তানজিদ হাসান তামিমের রেকর্ড সেঞ্চুরিতে চট্টগ্রামের চ্যালেঞ্জিং স্কোর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ম আসরের ৩৯তম ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স।

মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহেমদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা। এদিন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে চট্টগ্রাম।

দলের হয়ে মাত্র ৬৫ বল মোকাবেলা করে ৮টি চার আর সমান ছক্কায় ১১৬ রান করে ফেরেন তামিম। চলতি বিপিএলে এটি তৃতীয় সেঞ্চুরি। দেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয়।

সেঞ্চুরি করে অবশ্য থামেননি তামিম। নিজের ইনিংসকে টেনে নিয়েছেন ১১৬ পর্যন্ত। এবারের বিপিএলে যেটি ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। তবে সামগ্রিকভাবে বিপিএলে এটি ৫ম সর্বোচ্চ স্কোর। সমান ১১৬ রানের ইনিংস খেলেছেন ক্রিস গেইল ও লেন্ডন সিমন্স। 

তানজিদের ১১৬ রানের ইনিংসটি বিপিএলে দেশের ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রানের স্কোর। ১৪১ ও ১২২ রানের ইনিংস খেলেছেন তামিম ইকবাল ও সাব্বির রহমান রুম্মন।

আর চলতি বিপিএলে তানজিদের ১১৬ রানের ইনিংসটি সর্বোচ্চ স্কোর। তার আগে ১০৮ রানের ইনিংস খেলেন উইল জ্যাকস ও তাওহিদ হৃদয়।

বিপিএল তানজিদ তামিম রেকর্ড সেঞ্চুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম