Logo
Logo
×

খেলা

পাকিস্তানের সহকারী কোচ হিসেবে আলোচনায় আজহার মাহমুদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ০১:০৩ পিএম

পাকিস্তানের সহকারী কোচ হিসেবে আলোচনায় আজহার মাহমুদ

আজহার মাহমুদ

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ দেশটির জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ পদে শক্তিশালী প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন।

সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, কোচিংয়ের ক্ষেত্রে মাহমুদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। কারণ তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ ছিলেন।

তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচিং সদস্য ছিলেন। তাছাড়া মাহমুদের বিশ্বজুড়ে কাউন্টি ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার দুর্দান্ত অভিজ্ঞতা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আজহার মাহমুদ পাকিস্তানের হয়ে ২১ টেস্ট এবং ১৪৩ ওয়ানডেতে প্রতিনিধিত্ব করেছিলেন।

পাকিস্তান সহকারী কোচ আজহার মাহমুদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম