Logo
Logo
×

খেলা

আইপিএলের ফাইনাল না হলে কে চ্যাম্পিয়ন হবে? 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৪:৫৮ পিএম

আইপিএলের ফাইনাল না হলে কে চ্যাম্পিয়ন হবে? 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের ফাইনাল আজ। রোববার রাত ৮টায় চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি হওয়ার কথা।

আইপিএলের ২০১৬ সালের আসরে প্রথম চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দরাবাদ। আর ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। সাব্কে এই দুই চ্যাম্পিয়নরা আজ আরও একটি শিরোপা জয়ের লক্ষ্যে খেলবে।

ঘূর্ণিঝড় রেমালের দাপট হয়তো চেন্নাইতে থাকবে না।
সেখানে একটানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তাই ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। 

তারপরও কোনো কারণে যদি আজ ফাইনাল ম্যাচটি ভেস্তে যায় তাহলে কে চ্যাম্পিয়ন হবে? আইনাল ম্যাচে বৃষ্টি হলে অতিরিক্ত ১২০ মিনিট বরাদ্দ রাখা হয়েছে। ম্যাচ হওয়ার জন্য ২ ঘণ্টা বেশি সময় থাকবে।

একান্তই যদি বৃষ্টিতে রোববার ম্যাচ ভেস্তে যায়, তাহলে সোমবার রিজার্ভ ডেতে খেলা হবে। রিজার্ভ ডে-তেও যদি বৃষ্টি হয় এবং ম্যাচ ভেস্তে যায় তাহলে আইপিএল চ্যাম্পিয়ন হবে কেকেআর।

আইপিএলের নিয়ম অনুযায়ী ফাইনাল ম্যাচ যদি রিজার্ভ ডে-তেও না হয় তাহলে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলকে বিজয়ী ঘোষণা করা হয়। এক্ষেত্রে সানরাইজার্সের থেকে এগিয়ে কেকেআর।

আইপিএল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম