Logo
Logo
×

খেলা

আইপিএলে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৮:১৬ পিএম

আইপিএলে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের ফাইনালে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স।

রোববার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। 

আজ কলকাতা নাইট রাইডার্স যদি চ্যাম্পিয়ন হয় তাহলে এটা হবে তাদের তৃতীয় আইপিএল শিরোপা জয়। এর আগে ২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় কেকেআর।

অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ চ্যাম্পিয়ন হলে তাদের এটি হবে আইপিএলের তৃতীয় শিরোপা। এর আগে ২০০৯ সালে ডেকান চার্জার্স নামে চ্যাম্পিয়ন হয় হায়দরাবাদ। আর ২০১৬ সালে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দরাবাদ।

ফাইনালে শুধু ট্রফি নয়! থাকছে মোটা অঙ্কের আর্থিক পুরস্কারও। যা বিশ্বকাপ বা আইসিসির টুর্নামেন্টের সমতুল্য। শুধু চ্যাম্পিয়ন বা রানার্স আপের জন্যই নয় আরও একাধিক বিভাগে থাকছে পুরস্কার।

আইপিএলকে বলা হয় ভারতের কোটিপতি লিগ। এই প্রতিযোগিতার নিলাম পর্ব থেকে শুরু করে পুরো টুর্নামেন্টে যে পরিমাণ টাকা খরচ হয় তা পৃথিবীর কোনো ক্রিকেট প্রতিযোগিতায় দেখা যায় না।

আইপিএলে মোট ৪৬.৫ কোটি টাকার পুরস্কার রাখা হয়েছে; যা ফাইনাল ম্যাচের পর বিজয়ীদের মধ্যে বিতরণ করা হবে। শুধু চ্যাম্পিয়ন বা রানার্স দল নয়, একইসঙ্গে ব্যক্তিগত একাধিক বিভাগেও থাকছে পুরস্কার।

আজ যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে ২০ কোটি টাকা। আর যে দল রানার্সআপ হবে সেই দল পাবে ১৩ কোটি টাকা। ২০২৩ সালের আইপিএলেও একই প্রাইজমানি ছিল।

আইপিএলের পুরো মৌসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানকে অরেঞ্জ ক্যাপ পুরস্কার দেওয়া হয়। অরেঞ্জ ক্যাপ বিজয়ীকে দেওয়া হবে ১৫ লাখ টাকা। এ তালিকায় সবার উপরে রয়েছেন বিরাট কোহলি।

আইপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পেয়ে যান পার্পল ক্যাপ। এবার পুরস্কার হিসেবে দেওয়া হবে ১৫ লাখ টাকা। উদীয়মান খেলোয়াড় ২০ লাখ টাকা পুরস্কার পাবেন।

এছাড়া সেরা ম্যাচ ভেন্যুর জন্যও থাকছে পুরস্কার। গতবার এ খেতাব জিতেছিল ইডেন। এবার কারা জিতবে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

আইপিএল পুরস্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম