বাবর আজম ও বিরাট কোহলি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারত-পাকিস্তান দ্বৈরথ শুরু হতে আর বেশি দেরি নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুই বৈরি প্রতিবেশীর ক্রিকেট দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ভারতের সামনে যেখানে টানা দ্বিতীয় জয়ে সুপার এইটের পথ প্রশস্ত করার সুযোগ, পাকিস্তানের সামনে সেখানে টিকে থাকার মিশন। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে নিজেদের কাজ কঠিন করে ফেলেছেন বাবর আজমরা।
ভারত-পাকিস্তান মহারণ শুরুর আগে মাঠের বাইরে বুলি আওড়াচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। মূলত ভারতের জন্য পাকিস্তান কত বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে সেটা বিশ্লেষণ করছেন তারা। তবে পাকিস্তানেরর সাবেক স্পিনার দানিশ কানেরিয়া হেঁটেছেন একদম উল্টো পথে। নিজের দেশের অধিনায়ককেই নিশানা বানিয়েছেন তিনি।
ভারতের বিরাট কোহলির সঙ্গে অনেকেই পাকিস্তানের বাবর আজমের তুলনা টানারত চেষ্টা করেন। তাদের প্রতি কানেরিয়ার জবাব, ‘বাবর আজম একটা সেঞ্চুরি করলেই দেখবেন কোহলির সঙ্গে তাকে তুলনা করা হয়। বাবর আসলে কোহলির জুতার সমতুল্যও নয়।’
ভারত-পাকিস্তান মহারণে তুরুপের তাস হতে পারেন যে ৬ ক্রিকেটার
যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে দলীয় সর্বোচ্চ ৪৪ রান করেছিলেন বাবর। তবে সে রান করেছেন প্রায় টেস্ট মেজাজে, ৪৩ বলে। পাকিস্তান অধিনায়কের এমন ইনিংস দেখেই ক্ষুদ্ধ হয়েছেণ কানেরিয়া, ‘যুক্তরাষ্ট্রের বোলাররা তাকে আটকে দিয়েছিল, ওদের ঠিকঠাক খেলতেই পারেনি। কোনোমতে ৪০-এর মতো রানে পৌঁছেই আউট হয়ে যায়। তার ক্রিজে থেকে দলকে জেতানো উচিৎ ছিল।’
শুধু বাবরের সমালোচনা করেই থামেননি কানেরিয়া। ধুয়ে দিয়েছেন গোটা পাকিস্তান দলকে, ‘এই পাকিস্তান দলটা একটা কৌতুক। তারা বিশ্বকাপ নিয়ে মোটেই সিরিয়াস না, এরা যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছে।’
উল্লেখ্য, বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
