Logo
Logo
×

খেলা

পাকিস্তান সফরে নিরাপত্তা পরামর্শক চায় বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৫:০০ পিএম

পাকিস্তান সফরে নিরাপত্তা পরামর্শক চায় বিসিবি

ছবি: সংগৃহীত

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চলতি মাসেই পাকিস্তান সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর সেই সফরে ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা পরামর্শদাতা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের নিরাপত্তা পরামর্শদাতার অধীনে পাকিস্তান সফর শেষ করতে চায় বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

পাকিস্তানে এখন নিয়মিতই সফর করছে ক্রিকেটের বড় বড় দল। এরপরও দেশটি পাকিস্তান বলেই নিরাপত্তা ইস্যুতে বাড়তি সতর্ক বিসিবি। যে কারণে বাংলাদেশ সরকারের কাছে একজন নিরাপত্তা পরামর্শদাতা চেয়ে অনুরোধ করেছে বিসিবি। যিনি পুরো সফরে বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পাকিস্তানে যোগাযোগ বজায় রাখবেন।

পাকিস্তান সফরে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে জালাল ইউনুস বলেন, ‘নিরাপত্তা দেওয়া তাদের (পাকিস্তান) উপর নির্ভর করে। আমরা সেখানে যাচ্ছি কারণ তারা আমাদের রাষ্ট্রীয় স্তরের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে। তারা আমাদের আশ্বাস দেওয়ার পরে, সফরটি ঠিক করা হয়েছিল।’

এর আগে এশিয়া কাপ খেলতে পাকিস্তানের মাটিতে পা রেখেছিল বিসিবি। পেছনের সেই অতীত টেনে ইউনুস বলেন, ‘এশিয়া কাপে বাংলাদেশ দল পাকিস্তানে গিয়েছিল এবং তারা আমাদের রাষ্ট্রীয় স্তরের নিরাপত্তা দিয়েছিল। আর সে কারণেই আমরা এই সফরে যেতে রাজি হয়েছিলাম কারণ তারা আমাদের নিশ্চিত করেছিল। আর তাছাড়া সাম্প্রতিক সময়ে বেশ কিছু আন্তর্জাতিক দলও (পাকিস্তান) সফর করেছে। তারা যে নিরাপত্তা দিয়েছে তাতে তারা বেশ খুশি।’

এরপরও নিরাপত্তা ইস্যুতে বাড়তি সতর্কতা হিসেবে সরকারের কাছে একজন নিরাপত্তা পরামর্শদাতা চেয়েছে বিসিবি। বিষয়টি নিয়ে জালাল ইউনুস বলেন, ‘আমরা সরকারকে অনুরোধ করেছি সফরের সময় আমাদের একজন নিরাপত্তা পরামর্শদাতা দেওয়ার জন্য। যিনি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সর্বদা তাদের সাথে যোগাযোগ বজায় রাখবেন।’

উল্লেখ্য, আগামী ১৭ আগস্ট পাকিস্তান যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। এরপর আগামী ২১ জুলাই রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট ও ৩০ জুলাই করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

পাকিস্তান বাংলাদেশ টেস্ট আইসিসি নিরাপত্তা পিসিবি বিসিবি জালাল ইউনুস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম