Logo
Logo
×

খেলা

‘সেই’ আলকারাজকে হারিয়ে স্বর্ণের স্বপ্নপূরণ জোকোভিচের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ১০:৫২ পিএম

‘সেই’ আলকারাজকে হারিয়ে স্বর্ণের স্বপ্নপূরণ জোকোভিচের

নোভাক জোকোভিচ। ছবি: সংগৃহীত

গত মাসেই উইম্বলডনের ফাইনালে টানা দ্বিতীয়বার কার্লোস আলকারাজের কাছে হেরেছিলেন নোভাক জোকোভিচ। অলিম্পিক টেনিসে পুরুষ এককের ফাইনালে আবার সেই আলকারাজকে পেয়ে একটু কি বুক কেঁপেছিল সার্বিয়ান মহাতারকার। খেলা দেখে অবশ্য তা একেবারেই মনে হয়নি।

আজ রোববার (৪ আগস্ট) তরুণ আলকারাজের সঙ্গে সমানে-সমান লড়াই করে ছিনিয়ে নিয়েছেন স্বর্ণপদক। ৭-৬, ৭-৬ গেমে আলকারাজকে হারিয়ে প্রথমবার অলিম্পিকে সোনার পদক গলায় শোভা পেয়েছে তার।

টেনিস ইতিহাসে পুরুষদের মধ্যে এককভাবে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ। দীর্ঘ ক্যারিয়ারে আক্ষেপ বলতে ছিল অলিম্পিকের স্বর্ণপদক। এর আগে ২০০৮ সালে বেইজিংয়ে একবার ব্রোঞ্জ জিতেছিলেন।

অলিম্পিকের সোনা জিতে বর্ণাঢ্য ক্যারিয়ারে গোল্ডেন স্লামও পূর্ণ হয়েছে জোকোভিচের। টেনিস ইতিহাসে যে কীর্তি আছে আর মাত্র চারজনের- রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামস, স্টেফি গ্রাফ এবং আন্দ্রে আগাসির। অভিজাত বিরল সেই ক্লাবের ব্র্যাকেটবন্দী হলেন জোকোভিচও।

অলিম্পিক জোকোভিচ টেনিস স্বর্ণপদক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম