‘বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়েছে, তারা ভুলে গেছে এটা টেস্ট’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৫:৩০ পিএম
পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে দেশে ফিরেই ভারত সফরে যায় বাংলাদেশ। ভারতে যাওয়ার আগে পাকিস্তানের মতো টিম ইন্ডিয়াকে হারানোর প্রত্যাশা ব্যক্ত করেন ক্রিকেটাররা।
কিন্তু সেই প্রত্যাশার ফাঁকা বেলুন। অতীতের মতোই মাঠের বাইরে টাইগারের গর্জন দেওয়া বাংলাদেশ হেরে গেলে দুই ম্যাচের টেস্ট সিরিজে। চেন্নাই টেস্টের মতো গতকাল শেষ হওয়া কানপুর টেস্টেও ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ।
কানপুর টেস্টের প্রায় আড়াই দিন বৃষ্টিতে ভেসে যায়। তারপরও টেস্টে ড্র করতে পারেনি বাংলাদেশ। এজন্য টাইগারদের ব্যাটিং দুর্বলতা মার্কিং করছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।
বাংলাদেশের খেলা দেখে ভারতীয় ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার বলেন, বাংলাদেশের হাতে সময় ছিল। আর যেহেতু শেষ দিন, তাদের আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল। নাজমুল হোসেন শান্তর কিছু শট দেখতে ভালো লাগত, যদি সেসব ব্যাটে-বলে মিলত। যখন তা হয়নি, আমার মনে হয়েছে, ওরা কী করতে চাচ্ছে?
ভারতীয় এই কিংবদন্তি আরও বলেন, ফিফটির পর সাদমান ইসলামের উচিত ছিল আরও ধৈর্য নিয়ে খেলা। ফিফটিকে সেঞ্চুরির দিকে নিয়ে যাওয়া। একপর্যায়ে বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়েছে, তারা ভুলে গেছে যে টেস্ট ম্যাচ খেলছে।
বাজে ব্যাটিংয়ের খেসারত দিতে হয়েছে সিরিজ হেরে। দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ বল হাতে যতটা ভালো ছিল, ব্যাটিংয়ে ততটাই খারাপ করেছে।