গোপনে বান্ধবীদের ভিডিও ধারণ করে ফেঁসে গেলেন ফুটবলার!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১০:২৫ পিএম
হোয়াং উই-জো
|
ফলো করুন |
|
|---|---|
বান্ধবীদের সঙ্গে যৌন মিলনের সময় ভিডিও ধারণ করতেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার হোয়াং উই-জো। যৌনসঙ্গীদের অনুমতি ছাড়া ভিডিও করার জন্য সম্প্রতি ক্ষমা চেয়েছেন এই ফুটবলার।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্ট্রাইকার হোয়াং গত মাসে ইংল্যান্ডের নটিংহাম ফরেস্ট ছেড়ে তুরস্কের একটি ক্লাবে নাম লিখিয়েছেন। তার এক বান্ধবীর বোন তাকে ব্ল্যাকমেইল করার জন্য ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন। এভাবেই ভিডিওগুলোর কথা ফাঁস হয়ে যায়।
হোয়াং অবশ্য ব্ল্যাকমেইলের অভিযোগে ওই নারীর বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিলেন। তার কড়া মামলায় ওই নারীকে তিন বছরের কারাদণ্ডও দেওয়া হয়।
তবে এই প্রক্রিয়ার সময় গোপনে ভিডিওগুলো ধারণের জন্য অভিযোগ গঠিত হয় হোয়াংয়ের বিরুদ্ধেও। সিউলের আদালতে প্রসিকিউটরেরা বলেছেন, গত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দুই বান্ধবীর সঙ্গে যৌনাচারের সময় তাদের সম্মতি না নিয়েই গোপনে অন্তত চার বার তা ভিডিও করেছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।
শুনানির সময় উপস্থিত হয়ে ছিলেন নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন হোয়াং উই-জো। তিনি আদালতকে বলেছেন, ‘আমি ভবিষ্যতে কোনো ভুল করব না এবং একজন ফুটবলার হিসেবে আমার সেরাটা করে যাব। আমি আন্তরিকভাবে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাই, যারা আমার এমন কর্মে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা আমাকে যত্ন ও সমর্থন করেছেন তাঁদের হতাশার কারণ হয়েছি বলে আমি গভীরভাবে দুঃখিত।
