Logo
Logo
×

খেলা

বাবা হচ্ছেন ফুটবলার জামাল ভূঁইয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১০:৫২ পিএম

বাবা হচ্ছেন ফুটবলার জামাল ভূঁইয়া

বাবা হচ্ছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। যে কারণে ছুটিতে রয়েছেন এই তারকা ফুটবলার। 

২০২০ সালে বিয়ে করেন জামাল ভূঁইয়া। তার পরিবার ডেনমার্কে বসবাস করে। সন্তান সম্ভ্যবা স্ত্রীর পাশে থাকতে  ডেনমার্কে রয়েছেন তারকা ফুটবলার।

আগামী ১৩ ও ১৬ নভেম্বর ঢাকায় কিংস অ্যারেনাতে মালদ্বীপের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। স্ত্রীর পাশে থাকার কারণে ম্যাচ দুটিতে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। 

এছাড়া প্রিমিয়ার লিগে প্রথম পর্বেও খেলা হচ্ছে না তার। ছেন না। ব্রাদার্স ইউনিয়নের হয়ে শুরুর দিকে কিছু দিন অনুশীলন করলেও এখন তো স্ত্রীর পাশে রয়েছেন। 

সংবাদমাধ্যমকে জামাল ভূঁইয়া বলেছেন, প্রথমবারের মতো আমাদের সন্তান আসছে। সময় বেঁধে দেওয়া হয়েছে নভেম্বর। তাই  ওর পাশে থাকার জন্য জাতীয় দলে আপাতত খেলা হচ্ছে না। কোচ হাভিয়ারকে আগেই জানিয়েছি।  আমার কাছে সবার আগে পরিবার। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

জামাল ভূঁইয়া বাবা হচ্ছেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম