Logo
Logo
×

খেলা

মেসির মায়ামিতে যাচ্ছেন নেইমার, মার্টিনোর ইঙ্গিত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১০:১৭ এএম

মেসির মায়ামিতে যাচ্ছেন নেইমার, মার্টিনোর ইঙ্গিত

ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামি যেন পরিণত হচ্ছে বার্সার সাবেক তারকাদের মিলনমেলায়। প্রথমে লিওনেল মেসি; এরপর তার হাত ধরে একে একে ক্লাবটিতে নাম লিখেছেন জর্দি আলবা, সার্জিও বুসকেটস ও লুইস সুয়ারেজ। এ তালিকায় নতুন করে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের। আর সেই গুঞ্জনেই এবার হাওয়া দিয়েছেন ক্লাবটির কোচ জেরার্দো টাটা মার্টিনো।

নেইমারকে নিয়ে এমন গুঞ্জনের কারণ, সম্প্রতি মায়ামিতে বিলাসবহুল বাড়ি কিনেছেন নেইমার। তাছাড়া নেইমারের বর্তমান ক্লাব আল হিলালের সঙ্গেও তার চুক্তিটা শেষের পথে। সে হিসেবে নেইমার ফিরতে পারেন মায়ামিতে তার সাবেক সতীর্থদের সঙ্গে শোনা যাচ্ছে এমন গুঞ্জন। যা নিয়ে কথা বলতে গিয়ে ইঙ্গিত দিয়েছেন মার্টিনোও।

নেইমারের মায়ামিতে আসা নিয়ে মার্টিনো বলেন, ‘যদি কেউ এখানে বাড়ি কেনে, তার মানে তাদের সবাই কী খেলতে আসছে? আমি বার্সেলোনায় যখন ছিলাম, একই সময়ে সেখানে নেইমারও খেলেছে। আমার জন্য দারুণ সময় ছিল, কারণ উচ্চ মানসম্পন্ন খেলোয়াড়দের সেখানে পেয়েছি। যা সবসময়ই আমার জন্য বিশেষ স্মৃতি। সেখান থেকে লিও (মেসি) এবং আরও কয়েকজন অ্যাথলেটও এখানে এসেছে, সুতরাং যেকোনো কিছুই হতে পারে।’

তবে মায়ামিতে আসার প্রতিবন্ধকতাও স্মরণ করিয়ে দিয়েছেন মার্টিনো। জানিয়েছেন আল হিলালে ১০০ মিলিয়ন ইউরো আয় করা নেইমারকে আনা কতটা কঠিন। কেননা, এমএলএসের আর্থিক নীতিমালায় একই পরিমাণ বেতন মায়ামিতে দেওয়া প্রায় অসম্ভব!

যা নিয়ে মায়ামি কোচ বলেন, ‘(নেইমারকে আনার বিষয়ে) আমি নিশ্চিত নয় লিগ বেতন ইস্যুটা নমনীয় করবে কি না, সেটি কীভাবে কী করবে জানি না। মিডিয়াতে বলাটা সহজ, তবে বাস্তবতা বেশ কঠিন। যদি বদল না আসে তাহলে এমএলএসের নীতিমালা অনেক কঠিন। বাস্তবতা হচ্ছে আপনি সহজে কিংবা মুক্তভাবে বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবেন না। ফোর্ট লডারডেলে বাড়ি কিনল কিংবা বিয়ে করলো বলেই কোনো খেলোয়াড়ের নাম বলতে পারি না।’

নেইমার লিওনেল মেসি বার্সেলোনা ইন্টার মায়ামি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম