Logo
Logo
×

খেলা

অধিনায়ক শান্তর জন্য বড় দুঃসংবাদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম

অধিনায়ক শান্তর জন্য বড় দুঃসংবাদ

দুঃসংবাদ পেলেন নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া হচ্ছে না জাতীয় দলের অধিনায়কের। 

গতকাল সোমবার শান্তর ছিটকে যাওয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পেয়েছেন শান্ত। এমআরআই রিপোর্ট পাওয়ার পর জানা গেছে, শান্তর চোটের অবস্থা গুরুতর। এ অবস্থায় চলমান আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচতো বটেই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীস চৌধুরী জানিয়েছেন, শান্তর এমআরআই করা হয়েছে। আমরা টিম ফিজিওর রিপোর্ট এবং স্ক্যান রিপোর্ট পেয়েছি, যা তার বাম কুঁচকিতে গ্রেড টু স্ট্রেন নিশ্চিত করেছে। এর জন্য বিশ্রাম এবং পুনর্বাসনের প্রয়োজন।

তিনি আরও জানিয়েছেন, শান্ত আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও দলের বাইরে থাকবেন। আমরা দুই সপ্তাহ পর তার অবস্থা পুনর্বিবেচনা করব। 

২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই ম্যাচের সিরিজ। এরপর ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

শান্তর অবর্তমানে জাতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। 

নাজমুল হোসেন শান্ত

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ ২০২৪


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম