Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যু: আইসিসির বৈঠক হচ্ছে না আজ, পাকিস্তান অনড়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যু: আইসিসির বৈঠক হচ্ছে না আজ, পাকিস্তান অনড়

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অচলাবস্থা এখনো বিরাজ করছে। এই টুর্নামেন্টে অংশ নিতে কোনোমতেই পাকিস্তান সফর করতে রাজি না ভারত। অন্যদিকে পাকিস্তান টুর্নামেন্টের সব ম্যাচ নিজেদের আঙিনায় আয়োজন করতে বদ্ধপরিকর।

এক্ষেত্রে ভারত হাইব্রিড মডেল প্রস্তাব করলেও তা নাকচ করে দিয়েছে পাকিস্তান। আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট নিয়ে অচলাবস্থা নিরসনে শুক্রবার (২৯ নভেম্বর) বৈঠকে বসেছিল আইসিসি। কিন্তু ওই ভার্চুয়াল মিটিং ১৫ মিনিটের মধ্যেই শেষ করতে হয়। ভারত এবং পাকিস্তান নিজ নিজ অবস্থানে অটল থাকে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছিল, শনিবার (৩০ নভেম্বর) এই ইস্যুতে ফের বৈঠক করবে আইসিসি। কিন্তু সে বৈঠক আর হয়নি। যদিও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই বৈঠক হবে বলে জানায় তারা।

পাকিস্তান এখনো পুরো টুর্নামেন্ট নিজেদের মাটিতে আয়োজনের সিদ্ধান্তে এখনো অনড়। আইসিসির বিভিন্ন প্রস্তাব সত্ত্বেও তাদের সিদ্ধান্ত থেকে টলানো যায়নি।

বাণিজ্যিকভাবে ভারত এবং পাকিস্তান দুই দেশই আইসিসির জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় বড় সমস্যাতেই পড়েছে আইসিসি। এছাড়া যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টে দর্শক আগ্রহের কেন্দ্রে থাকে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ দ্বৈরথ। কোনো এক দল টুর্নামেন্টে অংশ না নিলে সেদিক দিয়েও ক্ষতিগ্রস্ত হবে সংস্থাটি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম