Logo
Logo
×

খেলা

লংকা টি-টেন লিগে সাকিব ঝলক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩ পিএম

লংকা টি-টেন লিগে সাকিব ঝলক

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিব আল হাসানের এক রকম বিদায়ই হয়ে গিয়েছে। তবে সাকিব এখনও নিজেকে ব্যস্ত রেখেছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। এবার সেই ফ্র্যাঞ্চাইজি লিগেই ব্যাট হাতে ঝড় তুলেছেন সাকিব। শ্রীলংকার টি-টেন লিগে সাকিব নৈপুণ্যেই জয় পেয়েছে গল মারভেলাস।

টি-টেন লিগে গতকাল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ক্যান্ডি বোল্টসের মুখোমুখি হয় গল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ১০০ রান করে সাকিবদের প্রতিপক্ষ ক্যান্ডি। ২৫ বলে সর্বোচ্চ ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন অভিজ্ঞ লংকান ব্যাটার দিনেশ চান্দিমাল।

এদিন বল হাতে উইকেট না পেলেও কিপটে ছিলেন সাকিব। এক ওভার হাত ঘুরিয়ে মাত্র ৭ রান খরচ করেছেন তিনি। পরে ব্যাট হাতেও দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন সাকিব। সাকিবের দলের হয়ে ৯ রান খরচায় ২ উইকেট নিয়েছেন বিনুরা ফার্নান্দো।

লক্ষ্য তাড়ায় গলের হয়ে টপ-অর্ডাররা ভালো ব্যাট করলেও, জয় পেতে অবশ্যই ফিনিশিং ঝোড়ো হওয়া দরকার ছিল। সেই কাজটাই করেছেন সাকিব। মাত্র ৮ বলের ইনিংসে তিনি এক চার ও দুই ছক্কায় ২০ রান করেছেন তিনি। আর তাতেই নিশ্চিত হয়ে দলের জয়।

সাকিবের আগে গলের হয়ে ২১ বলে সর্বোচ্চ ৪১ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার। এ ছাড়া অ্যালেক্স হেলস ৯ বলে ২৩ রান করে দলের জয়ে ভূমিকা রেখেছেন।

সাকিব আল হাসান টি-টেন লিগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম