Logo
Logo
×

খেলা

বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচে অন্যরকম নজির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম

বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচে অন্যরকম নজির

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে একটি মাইলফলক হয়েছে। 

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দুই দল আজ সর্বনিম্ন (২৩১) স্কোরের বাজে নজির গড়ে। 

দুই দল টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এ নিয়ে ১৬ ম্যাচে মুখোমুখি হয়। টি-টোয়েন্টি ম্যাচে অতীতের সাক্ষাতে আজকের মতো কম স্কোর হয়নি দুই দলের। 

এর আগে ২০১৮ সালের ৩১ জুলাই দুই দলের সর্বনিম্ন ২৩৬ রানের ম্যাচটি সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হয়। তবে দুই দলের হাই স্কোরিং ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২০ ডিসেম্বর। 

সেদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪ উইকেটে ২১১ রানের পাহাড় গড়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। 

জবাবে ১৯.৪ ওভারে ১৭৫ রানে অলআউট হয় কার্লোস ব্রাথওয়েটের উইন্ডিজ। ৩৬ রানে জয় পায় বাংলাদেশ।

বুধবার ভোরে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান করে বাংলাদেশ। দলের হয়ে ১৭ বলে দুই চার আর দুই ছক্কায় ৩৫ রানের অনবদ্য ইনিংস খেলেন শামিম পাটোয়ারি। 

টার্গেট তাড়া করতে নেমে তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের গতি আর রিশাদ হোসেন ও মাহেদি হাসানের স্পিনে বিভ্রান্ত হয়ে ১৮.৩ ওভারে ১০২ রানেই অলআউট হয় উইন্ডিজ।

২৭ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ ২০২৪


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম