আউট হতে ভুলে যাওয়া নায়ার থামলেন রেকর্ড ৫৪২ রানে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১১:২৬ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সেঞ্চুরির পর সেঞ্চুরি করছেন; অথচ তাকে কিছুতেই আউট করা যাচ্ছে না। যেন ভুলেই বসেছেন ক্রিকেটে ব্যাটারদের আউট হওয়া একটি স্বাভাবিক ঘটনা। টানা চার ম্যাচে অপরাজিত থাকার পর রেকর্ড ৫৪২ রান তুলে অবশেষে পঞ্চম ম্যাচে আউট হয়েছেন ভারতের করুন নায়ার।
৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন নায়ারের। এই সময়ে পাঁচ ম্যাচে চার সেঞ্চুরিতে মোট ৫৪২ রান করেছেন এই ব্যাটার। যা প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ।
রেকর্ড গড়ার পথে বিদর্ভের হয়ে নায়ারের এই যাত্রা শুরু হয় গত বছরের ২৩ ডিসেম্বর। জম্মু ও কাশ্মীরের বিপক্ষে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে ১১২ রানের অপরাজিত ইনিংস খেলেন নায়ার। পরের ম্যাচে ছত্তিশগড়ের ৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অপরাজিত থাকেন ৪৪ রানে। এরপর চণ্ডীগড়ের বিপক্ষে নায়ার অপরাজিত ছিলেন ১৬৩ রানে। যার তার ক্যারিয়ারসেরা।
এরপর তামিল নাড়ুর বিপক্ষে গত ৩১ ডিসেম্বর ১১১ রানের ইনিংস খেলেন নায়ার। আর গতকালের ম্যাচটি ছিল উত্তর প্রদেশের বিপক্ষে। যেখানে তার দলের জয়ের ম্যাচে ১১২ রানে সাজঘরে ফিরতে হয় তাকে। যার মধ্য দিয়ে থামে তার টানা অপরাজিত থাকার যাত্রা। তবে সাজঘরে ফেরার আগে রেকর্ড গড়া হয়ে গেছে তার।
আউট না হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড এত দিন ছিল নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনের। ২০১০ সালে ৫২৭ রান করেছিলেন তিনি আউট না হয়ে। এই তালিকায় পরের তিনটি স্থানে আছেন জার্মানির জসুয়া ফন হেরডেন (৫১২), পাকিস্তানের ফখর জামান (৪৫৫) ও তৌফিক উমর (৪২২)।
উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার হয়েও জাতীয় দলে কখনোই নিয়মিত ছিলেন না নায়ার। ভারতের হয়ে খেলতে পেরেছেন ৬টি টেস্ট ও ২টি ওয়ানডে। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরিও (৩০৩) করেছিলেন নায়ার। যদিও ট্রিপল সেঞ্চুরির পরের ম্যাচেই আজিঙ্কা রাহানে ফিরে আসায় বাদ পড়তে হয় তাকে।
