তিন সন্তানের বাবা হওয়ার পর নিজেকে সাবালক মনে করছেন নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৫:২৮ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আগামী মাসেই ৩৩ বছরে পা দেবেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। অপেক্ষায় আছেন চতুর্থ সন্তানের। আর এমন অবস্থায় এসে নিজেকে ভিন্নভাবে খুঁজে পেয়েছেন নেইমার। ক্যারিয়ারজুড়ে বিতর্ক ও জীবন নিয়ে যাচ্ছেতাই করা নেইমার এখন উপলব্ধি করছেন সত্যিই বয়স হয়েছে তার। এক সময় নাবালক থাকলেও তিনি এখন সাবালক হয়েছেন।
নেইমার এমন কথা বলেছেন সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে। যেখানে জীবন নিয়ে তার দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। জানিয়েছেন, এক সময় হেয়ালিপনা থাকলেও তিনি কাজকর্মে ও চিন্তাভাবনায় এখন কতটা পরিণত।
দীর্ঘ ক্যারিয়ারে নেইমারের উত্থান-পতন কম আসেনি। অমিত প্রতিভাধর, পেলে-রোনালদোদের উত্তরসূরি—এমন সব কথার মুকুট মাথায় নিয়ে পা রেখেছিলেন পেশাদার ফুটবলে। খুব অল্প বয়সেই হয়েছেন তারকা। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। দলকে জেতাতে পারেননি একটি বিশ্বকাপ। নিজেও জিততে পারেননি একটি ব্যালন ডি’অর। অথচ, দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক নারীর সঙ্গে জড়িয়ে বিতর্কিত হতে হয়েছে তাকে। সঙ্গে চোট তো ছিলই।
সেই নেইমার এখন তিন সন্তানের পিতা। সাবেক প্রেমিকা ক্যারোলিন দান্তাসের গর্ভে ২০১১ সালে জন্ম নেয় তার ছেলে দাভি লুকা। আরেক প্রেমিকা আমান্দা কিম্বার্লির গর্ভে জন্ম নিয়েছে মেয়ে হেলেনা। বর্তমান প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দি তাকে আরেকটি মেয়ে (মাভি) উপহার দিয়েছেন। সেই ব্রুনার সঙ্গেও বিচ্ছেদ হয়ে গিয়েছিল। তবে সব মিটিয়ে আবারও এক হয়েছেন তিনি। ফের এই দম্পতির ঘরে সন্তান আসতে যাচ্ছে। আর এই অবস্থায় এসে পরিণত হয়েছেন তিনি।
২০২৬ বিশ্বকাপই হয়তো নেইমারের শেষ। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় তাই শেষটা রাঙাতে চান তিনি। নেইমার বলেন, ‘অনেক কিছুই পাল্টেছে। আমি বালক থেকে এখন সাবালক হয়েছি। এখন আমার পরিবার আছে। সন্তানেরা আছে।’
নেইমার এরপর বলেছেন, ‘ফেলে আসা বছরগুলোয় আমি অনেক কিছুই শিখেছি। অনেক কঠিন সময়ের ভেতর দিয়ে গিয়েছি। তবে সবকিছু পেরিয়ে যেতেও পেরেছি।’
ক্যারিয়ারের অর্জন নিয়ে নেইমার বলেন, ‘যা যা অর্জন করেছি, যে সব জায়গায় খেলেছি, এসব মিলিয়ে নিজের ক্যারিয়ার নিয়ে আমি সুখী। অবশ্যই এই ভাবনাটা আসে যে আরও অনেক জায়গায় অনেক কিছুই করতে পারতাম। কিন্তু এটাও ফুটবলের অংশ। আপনি কখনোই সব ট্রফি জিততে পারবেন না। তাই এখন পর্যন্ত যা যা করতে পেরেছি, সেসব নিয়েই আমি খুব সুখী।’
