লিওনেল মেসি
|
ফলো করুন |
|
|---|---|
লিওনেল মেসি ইউরোপীয় ফুটবল অধ্যায়ের ইতি টেনে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি জমিয়েছেন। ক্লাবটির সঙ্গে মেসির চুক্তি রয়েছে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত। শোনা যাচ্ছে, এরপরই মায়ামি মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দেবে । সেই চুক্তিতেই এমএলএস-২০২৫ মৌসুম শেষে মেসির ইউরোপ কিংবা অন্য কোনো দেশের ক্লাবের হয়ে খেলার সুযোগ রাখা হবে।
মার্কাসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেসির জন্য মায়ামির নতুন চুক্তির প্রস্তাব প্রায় প্রস্তুত। এমএলএস মৌসুমের ব্যাপ্তি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। নতুন চুক্তি স্বাক্ষর করলে ডিসেম্বরের পর ইউরোপের কোনো ক্লাবে ধারে গিয়ে খেলার সুযোগ পাবেন মেসি।
যেহেতু ২০২৬ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ খেলবে, তাই মেসি যেন টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে খেলার মধ্যে থাকতে পারেন, সেদিকটি আমলে নিয়েই এমন চুক্তির প্রস্তাব দেওয়া হচ্ছে মেসিকে।
তবে মেসি এই চুক্তি স্বাক্ষর করবেন কিনা সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এমন চুক্তির প্রস্তাব অবশ্য মেসি-ই প্রথম পাচ্ছেন এমন নয়, এর আগেও বেশ কয়েকজন তারকা ফুটবলার এভাবে ধারে খেলতে গিয়েছিলেন এমএলএস থেকে।
এই যেমন সাবেক ফরাসি তারকা থিয়েরি অরি নিউইয়র্ক রেড বুলস থেকে আর্সেনাল এবং ডেভিড বেকহ্যাম ও জ্লাতান ইব্রাহিমোভিচ এলএ গ্যালাক্সি থেকে লোনে এসি মিলানের হয়ে খেলতে গিয়েছিলেন।
