Logo
Logo
×

খেলা

বিদেশিদের ঝলকে চিটাগংয়ের জয়ের হ্যাটট্রিক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৫:২৩ পিএম

বিদেশিদের ঝলকে চিটাগংয়ের জয়ের হ্যাটট্রিক

ছবি: বিসিবি

ব্যাটিংয়ে দুই বিদেশি উসমান খান এবং গ্রাহাম ক্লার্কের ফিফটি আর অপর বিদেশি হায়দার আলীর ঝড়ো ক্যামিও, আর বোলিংয়ে বিদেশি ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিমের দাপটে বিপিএলে জয়ের হ্যাটট্রিক করেছে চিটাগং কিংস। বিদেশিদের ঝলকে আজ সিলেট স্ট্রাইকার্সকে ৩০ রানে হারিয়ে দিয়েছে তারা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করতে হয় চিটাগংকে। দেশি ওপেনার পারভেজ হোসেন ইমন (১০ বলে ৭) ব্যাট হাতে পথ খুঁজে না পেলেও ক্রিজে ঘাঁটি গাড়েন দুই বিদেশি পাকিস্তানি উসমান খান এবং ইংলিশ গ্রাহাম ক্লার্ক।

সিলেটের বোলারদের ছাতু বানিয়ে তারা দুজনেই দ্রুতগতিতে রান তোলেন। এর মধ্যে ওপেনার উসমানের ব্যাটে আসে ৩৫ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৩ রান। আর তিনে নেমে ৩৩ বলে ৬০ রান করেন ক্লার্ক। ৩ চার এবং ৫ ছক্কায় নিজের ইনিংস সাজান এই ইংলিশ ব্যাটার।

শেষদিকে চিটাগংয়ের ইনিংসকে দুইশর ওপারে নিতে দুর্দান্ত এক ক্যামিও খেলেছেন হায়দার আলী। মাত্র ১৮ বলে ৪ চার এবং ৩ ছক্কায় ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছেড়েছেন তিনি। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ২০ ওভার শেষে চট্টলার দলটির স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২০৩ রান।

সিলেটের পক্ষে ৪ ওভার বোলিং করে সর্বোচ্চ ২ উইকেট ঝুলিতে পোরেন তানজিম সাকিব।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যায় সিলেটের ব্যাটারদের মধ্যে। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরের পথ ধরেন দলটির আইরিশ ওপেনার পল স্টারলিং (০)। তিনে নেমে ১৯ বলে ২৫ রান করে দলকে রান করেন জাকির হাসান।

তবে সিলেটকে আশা জুগিয়েছিল পঞ্চম উইকেটে জর্জ মানসি এবং জাকের আলীর জুটি। তারা দুজন মিলে ২৮ বলে ৬২ রানের ঝড়ো এক জুটি গড়েন। কিন্তু ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে ৫২ রান করে মানসি ফিরলে ম্যাচে ফেরার সব আশা শেষ হয়ে যায় দলটির।

একপ্রান্তে চলে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল, অন্যপ্রান্তে জাকের ২৩ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৭ রান করে অপরাজিত থাকলেও তাই জয় শেষ পর্যন্ত অধরাই থাকে সিলেটের।

৪ ওভার বল করে ২৫ রান খরচায় সিলেটের ৩ উইকেট শিকার করেন ওয়াসিম, দুই উইকেট পান স্পিনার আলিস আল ইসলাম।

এই জয়ে ৪ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠেছে চিটাগং। আর ৬ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া সিলেট অবস্থান করছে পাঁচ নম্বরে।

বিপিএল চিটাগং কিংস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম