Logo
Logo
×

খেলা

নারী বিপিএল কবে শুরু, কয় দল–জানালেন ফাহিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫২ পিএম

নারী বিপিএল কবে শুরু, কয় দল–জানালেন ফাহিম

নাজমুল আবেদীন ফাহিম

পুরুষদের বিপিএল চলাকালেই নারী বিপিএল নিয়ে পরিকল্পনা চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন দল নিয়ে মাঠে গড়াবে নারী বিপিএলের প্রথম আসর।

বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম চট্টগ্রামে গণমাধ্যমকে নতুন এই টুর্নামেন্টের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুরুষদের বিপিএলে দলসংখ্যা সাত। সেক্ষেত্রে নারীদের টুর্নামেন্টে দল কেন এত কম, এ প্রশ্নের ব্যাখ্যা দিয়ে ফাহিম বলেছেন, ‘নারীদের ক্রিকেটকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় এটা নিয়ে বোর্ড কিছু দিন ধরেই ভাবছে। সে বিষয়টা মাথায় রেখেই মেয়েদের বিপিএল আয়োজনের চিন্তা। আজ (শুক্রবার) সিদ্ধান্ত হয়েছে আমরা মেয়েদের বিপিএল আয়োজন করব। তিনটি দল নিয়ে করার পরিকল্পনা হয়েছে।’

‘বেশি দল হলে যে মানের খেলোয়াড় প্রয়োজন তা পাওয়া হয়ত সম্ভব হবে না। প্রথমে চারটি দল নিয়ে করার কথা ভেবেছিলাম। এটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করছি তিনটি দল নিয়ে আয়োজন করলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট করা যাবে, ভালো ফলাফল আসবে’-যোগ করেন এই বোর্ড পরিচালক।

নারী বিপিএল কবে নাগাদ মাঠে নামানোর পরিকল্পনা করছে বিসিবি, সে বিষয়ে ধারণা দিয়ে ফাহিম বলেন, ‘সেটা বিপিএল শেষ হওয়ার পরপরই আয়োজন করা হবে। ৮-৯ দিনের মধ্যে টুর্নামেন্ট শেষ হবে। ইতোমধ্যে বেশি কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছি, আগ্রহ প্রকাশ করেছে। আমরা দেখতে চাই নারীদের ক্রিকেটে এটা কতটা ইমপ্যাক্ট ফেলে।’

প্রসঙ্গত, ভারত এবং অস্ট্রেলিয়ায় এরই মধ্যে নারীদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হয়েছে। ভারতে উইমেনস প্রিমিয়ার লিগ এবং অস্ট্রেলিয়া উইমেনস বিগ ব্যাশ বেশ জনপ্রিয়তাও পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের উইমেনস প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাও রয়েছে। এবার দেশের মাটিতেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পেতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা।

বিপিএল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম