Logo
Logo
×

খেলা

কোহলির কাছ থেকে সান্ত্বনা নেবে বাংলাদেশ?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১২:৩০ পিএম

কোহলির কাছ থেকে সান্ত্বনা নেবে বাংলাদেশ?

ফরম্যাটের দিক থেকে বিচার করলে ২০২৪ সালটাকে টি-টোয়েন্টির বছরই বলতে হবে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর বলে প্রথম ৬ মাসে সব দলের মনোযোগ ছিল এই ফরম্যাটে। যার ফলে এই বছর টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে বেশুমার।

সেই টি-টোয়েন্টির বছরের বর্ষসেরা টি-টোয়েন্টি দল সম্প্রতি ঘোষণা করেছে আইসিসি। এই দলে আছেন ভারতকে গেল বছর বিশ্বকাপ জেতানো অধিনায়ক রোহিত শর্মা। গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও বাবর আজম নিজের পারফর্ম্যান্স দিয়ে জায়গা করে নিয়েছেন এই তালিকায়।

রোহিত-বাবর বাদেও এই তালিকায় আছেন ট্র্যাভিস হেড। তিন ফরম্যাটেই গেল বছর দারুণ সময় কাটিয়েছেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার। সঙ্গে আছেন ইংলিশ ব্যাটার ফিল সল্ট। ওয়েস্ট ইন্ডিজের নিকলাস পুরান ঠাই পেয়েছেন এই দলে।

অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া, জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ব্যাটে বলে দারুণ পারফর্ম্যান্স দিয়ে দুজনে জায়গা করে নিয়েছেন এই দলে। এছাড়াও এই দলে অলরাউন্ডার আছেন আরও দুইজন। সে দুজন হলেন রশিদ খান ও ওয়ানিন্দু হাসরাঙ্গা। এই দলে আছেন দুই বোলার– জাসপ্রীত বুমরাহ আর আরশদীপ সিং। 

এই দলে জিম্বাবুয়ে, আফগানিস্তানের একজন করে জায়গা করে নিয়েছেন। তবে একজন বাংলাদেশিও এই তালিকায় ঠাই পাননি। তবে বাংলাদেশ চাইলে সান্ত্বনা নিতে পারে বিরাট কোহলির কাছ থেকে। গেল বছর অধরা টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাদ পেলেও বর্ষসেরা দলে জায়গা পাননি ভারতীয় এই কিংবদন্তি।

এক নজরে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দল–
রোহিত শর্মা (অধিনায়ক), ট্র্যাভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, নিকলাস পুরান, সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, ওয়ানিন্দু হাসরাঙ্গা, জাসপ্রীত বুমরাহ ও আরশদীপ সিং।

রোহিত শর্মা ট্র্যাভিস হেড ফিল সল্ট বাবর আজম নিকলাস পুরান সিকান্দার রাজা হার্দিক পান্ডিয়া রশিদ খান ওয়ানিন্দু হাসরাঙ্গা জাসপ্রীত বুমরাহ আরশদীপ সিং আইসিসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম