Logo
Logo
×

খেলা

ফেব্রুয়ারিতে যখন যেসব খেলা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২০ এএম

ফেব্রুয়ারিতে যখন যেসব খেলা

ছবি: সংগৃহীত

ছোট মাস কিন্তু বড় বড় সব খেলা। ফেব্রুয়ারিতেই পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে বসবে আট জাতির টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই মাসে থাকছে অনুর্ধ্ব এশিয়ান কাপ ফুটবল, রয়েছে এসএ গেমস ও ইউরোপীয় ট্রাক সাইক্লিং।

খেলাধুলায় ভরপুর মাসটিতে আবার কিংবদন্তি সব ক্রীড়াবিদের জন্মদিন। এই মাসেই পৃথিবীতে এসেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আছেন নেইমার, হ্যাজি, মালদিনিসহ আরও অনেকে।

২৮ দিনের মাসটিতে যখন যেসব খেলা এবং যাদের জন্য তা নিয়েই এই আয়োজন—

যেদিন যেসব খেলা

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি : ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে বসবে এই আসর। আট দলের টুর্নামেন্টটি আয়োজিত হবে হাইব্রিড মডেলে। ভারত বেঁকে বসায় কোহলি-রোহিতদের খেলাগুলো সব হবে নিরপেক্ষ ভেন্যুতে। টুর্নামেন্টের পর্দা নামবে ৯ মার্চ।

অনুর্ধ্ব-২০ এশিয়ান কাপ ফুটবল: বয়সভিত্তিক ছেলেদের টুর্নামেন্টটি বসবে ৬ ফেব্রুয়ারি। চলবে ২৩ ফেব্রুয়ারি অবদি।

ওমেন্স অ্যাশেজ ক্রিকেট : চারদিনের টেষ্টটি জানুয়ারিতেই শুরু হয়েছে। ইংলিশ মেয়েদের বিপক্ষে লড়ছে অস্ট্রেলিয়ার মেয়েরা।

৭ থেকে ১৮ ফেব্রুয়ারি এশিয়ান উইন্ডার গেমস

১ থেকে ১২ ফেব্রুয়ারি এসএ গেমস

২২ ফেব্রুয়ারি আইবিএফ হেভিওয়েট টাইটেল

১২ থেকে ১৬ ফেব্রুয়ারি ইউরোপীয় ট্রাক সাইক্লিং

যাদের জন্ম ফেব্রুয়ারিতে—

১ তারিখ : সাবেক ইংলিশ তারকা ব্যারি নাইটের জন্ম এদিন। ইংল্যান্ডের হয়ে খেলা ব্যারি চল্লিশ বছরের অধিক সময় অ্যালান বর্ডার, অ্যাডাম গিলক্রিস্ট, শেন লিসহ ২০ এর বেশি ক্রিকেটারদের প্রশিক্ষণ দিয়েছেন।

৪ তারিখ: মাহমুদউল্লাহ রিয়াদ এই দিনে ১৯৮৬ সালে ময়মনসিংহে জন্ম নেন। ভরসার প্রতিক হয়ে ওঠা এই অলরাউন্ডার বাংলাদেশ দলে অনেকদিন যাবৎ খেলে আসছেন। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দল থেকে অবসর নিলেও একদিনের ক্রিকেট চালিয়ে যাচ্ছেন মাহমুদউল্লাহ।

৫ তারিখ: এদিন জন্ম নেন কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। একই দিনে পৃথিবীতে আসেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। দুজনই এখন ফুটবল বিশ্বের সুপারস্টার।

৫ ফেব্রুয়ারি জন্ম নেওয়া ফুটবলারদের তালিকাটা হাতে ধরলে মাটি ছোঁবে। এদিন ভিন্ন ভিন্ন সালে জন্ম নিয়েছিলেন ফুটবলের একঝাঁক কিংবদন্তি। গিওর্গে হ্যাজি, কার্লোস তেভেজ, সিজার মালদিনি, জিওভান্নি ফন ব্রকহর্স্ট, জন অ্যালাইসি ও রদ্রিগো প্যালাসিও।

২১ তারিখ: অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার মাইকেল স্ল্যাটার ও ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার কেইথ আথারটনের জন্মদিন। ১৯৭৬ সালে এই দিনে জন্ম নেন ভারতের ক্রিকেটার শ্রীধরণ শ্রীরাম। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি বাংলাদেশের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

২৩ তারিখ: ওভারে ছয় ছক্কা হাঁকানো হার্শেল গিবস আজকের দিনে জন্ম নেন। খেলোয়াড়ি জীবনে দক্ষিণ আফ্রিকাকে অনেককিছু দিয়েছেন এই ব্যাটার।

হার্শেল গিবস বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম