বাংলাদেশকে ধসিয়ে দেওয়া স্পিনারকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাচ্ছে না আফগানরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দুই দলের সবশেষ দেখায় বাংলাদেশ সিরিজ হেরেছিল আফগানিস্তানের কাছে। সে হারটার বড় কারণ হিসেবে দেখা হয় মোহাম্মদ গজনফরকে। তার স্পিন বিষে নীল হয়েই যে চালকের আসনে থেকেও প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ।
সেদিন কী হয়েছিল আসুন দেখে নেই। সেদিন ২৩৬ রান তাড়া করতে নেমে বেশ সুবিধাজনক এক অবস্থানে ছিল বাংলাদেশ। ১২০ রানে পৌঁছে গিয়েছিল ২ উইকেট খুইয়ে। এরপর আক্রমণে এলেন গজনফর। শেষ ৮ উইকেটে বাংলাদেশ তুলতে পেরেছিল মোটে ২৩ রান, অলআউট হয়েছিল ১৪৩ রান তুলে। গজনফর তুলে নিয়েছিলেন ২৬ রানে ৬ উইকেট।
সে এক ম্যাচই গজনফরকে এনে দিয়েছে খ্যাতি আর পরিচিতি। আমিরাতে আইএল২০ এ দাপিয়েছেন এরপর। আইপিএলেও পেতেন বড় অঙ্কের অর্থ, মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে ভিড়িয়েছিল। সেই গজনফর প্রস্তুত ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি মাতাতে। তবে সেটা আর হলো না। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন আফগান এই রহস্য স্পিনার।
ডানহাতি অফস্পিনার গজনফর মূল স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন মুজিব উর রহমানের বদলি হিসেবে। তবে এল৪ ভার্টিব্রার বাম পার্স ইন্টারআর্টিকুলারিসে চোট পাওয়ায় তিনি এবার টুর্নামেন্টে খেলতে পারছেন না। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘মোহাম্মদ গজনফর এল৪ ভার্টিব্রার ফ্র্যাকচারের কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন।’
জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক সিরিজেই চোট পেয়েছিলেন গজনফর, যা তাকে অন্তত চার মাসের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে। এ বিষয়ে বোর্ড আরও জানিয়েছে, ‘আফগানিস্তানের সাম্প্রতিক জিম্বাবুয়ে সফরে তিনি এই চোট পেয়েছেন। অন্তত চার মাসের জন্য তিনি মাঠের বাইরে থাকবেন এবং এই সময়ে চিকিৎসাধীন থাকবেন।’ গজনফরের বদলে মূল স্কোয়াডে যুক্ত হয়েছেন বাঁহাতি স্পিনার নাঙ্গেয়ালিয়া খারোতে, যিনি আগে রিজার্ভ খেলোয়াড়দের তালিকায় ছিলেন।
মাত্র ১৮ বছর বয়সেই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৪.৮ কোটি রুপির চুক্তি করা গজনফরের জন্য এই ইনজুরি বড় ধাক্কা। ফলে মার্চ ২১ থেকে মে ২৫ পর্যন্ত অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবেন না তিনি।
এদিকে, আফগানিস্তান দলে স্পিন আক্রমণে থাকছেন চার স্পিনার—রাশিদ খান, নূর আহমাদ, মোহাম্মদ নবী এবং নতুন অন্তর্ভুক্ত নাঙ্গেয়ালিয়া খারোতে। তবে খারোতে আফগানিস্তানের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ বিপক্ষে শারজাহতে অনুষ্ঠিত একদিনের সিরিজে।
আফগানিস্তানের স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আলিখিল (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রাশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতে, নূর আহমাদ, ফজলহক ফারুকি, নাভিদ জাদরান এবং ফারিদ আহমাদ মালিক।
