ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। আট জাতির টুর্নামেন্টটির ১৫টি ম্যাচ সরাসরি দেখা যাবে ৮০টির বেশি দেশ থেকে। বাংলাদেশ থেকে এই টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি ও টি স্পোর্টস।
হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে বসছে ১৯ দিনের এই আসর। বাংলাদেশ থেকে দুটি টিভি ছাড়াও সরাসরি ধারাবিবরণী করবে রেডিও স্বাধীন ৯২.৪ ও রেডিও ভূমি ৯২.৮। এছাড়াও টফি অ্যাপ ও ওয়েবসাইটেও দেখা যাবে ম্যাচ।
সবগুলো ম্যাচই ৮০টির বেশি দেশ থেকে ভক্তরা সরাসরি দেখতে পারবেন। আইসিসি ম্যাচ সেন্টার হয়ে ফ্রি অডিও শোনা যাবে। এছাড়া আইসিসি ক্রিকেট ডটকমে বল বাই বল কমেন্ট্রি দেখতে পাবেন ভক্তরা।
মিনি বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টটিতে বাংলাদেশ লড়ছে এ গ্রুপ থেকে। নাজমুল হোসেন শান্তদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। আগামীকাল বিকাল ৩টায় ভারতের বিপক্ষে টাইগারদের মিশন শুরু।
