|
ফলো করুন |
|
|---|---|
অবশেষে অপেক্ষার অবসান ঘটছে। বুধবার বিকালে দুবাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে কোন খেলোয়াড় কেমন করবে, সর্বোপরি কে জিতবে- তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ক্রিকেটবোদ্ধা, ক্রিকেটজান্তা থেকে শুরু করে অজপাড়া গাঁয়ের ছোট্ট শিশুরা-সবাই মাথা ঘামাচ্ছেন। অবশ্য ফলাফল জানা যাবে ম্যাচ শেষে।
তো এখন পর্যন্ত ভারত-পাকিস্তানের লড়াইয়ে কে এগিয়ে? পরিসংখ্যান কি বলছে? সংখ্যায় তা জেনে নেয়া যাক-
- দুই দল এখন পর্যন্ত ১২৯ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। ভারতের ৫২টি জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ৭৩টি। পরিত্যক্ত ৪টি।
- এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে ১১বার। ৫টি করে জিতেছে দুই দলই। ১টি ম্যাচ টাই হয়েছে।
- দুই দলের মুখোমুখি লড়াইয়ে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় রান ভারতের, ৩৫৬/৯। পাকিস্তানের সর্বোচ্চ ৩৪৪।
- সর্বোচ্চ রানের মতো সর্বনিম্ন রানও ভারতের, ৭৯। পাকিস্তানের সর্বনিম্ন রান ৮৭।
- দুই দলের লড়াইয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন শচীন টেন্ডুলকার। পাকিস্তানের বিপক্ষে ৬৯টি ওয়ানডে খেলেছেন লিটল মাস্টার।
- ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান শচীন টেন্ডুলকারের। পাকিস্তানের বিপক্ষে ভারতের হয়ে ২৪২৬ রান করেন তিনি। ভারতের বিপক্ষে পাকিস্তানের হয়ে ইনজামাম-উল-হক করেন ২৪০৩।
- দুই দলের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রান সাঈদ আনোয়ারের। ১৯৪ রান করেন বাঁহাতি ওপেনার।
- ভারত-পাকিস্তানের লড়াইয়ে সর্বোচ্চ ৫টি করে সেঞ্চুরি আছে শচীন টেন্ডুলকার ও সালমান বাটের।
- দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন ওয়াসিম আকরাম। ভারতের বিপক্ষে ৬০টি উইকেট নেন পাকিস্তানের সুইং মাস্টার।
- পাক-ভারত লড়াইয়ে সেরা বোলিং ফিগার আকিব জাভেদের। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৩৭ রানে ৭ উইকেট নেন পাকিস্তানের সাবেক এ গতিতারকা।
- দুই দলের মুখোমুখিতে সবচেয়ে বাজে বোলিং সোহেল তানভীরের। ১০ ওভারে ৮৭ রান দেন তিনি। বিনিময়ে শিকার করেন ১ উইকেট।
- ভারত-পাকিস্তানের লড়াইয়ে সর্বাধিক ক্যাচ নিয়েছেন আজহারউদ্দিন, ৪৪টি। সর্বাধিক ডিসমিসাল মঈন খানের, ৭১টি।
