Logo
Logo
×

খেলা

আপনার নাম ছিলো ‘পেইন-কিলার’, মাহমুদউল্লাহকে বললেন হৃদয়

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৯:২৪ পিএম

আপনার নাম ছিলো ‘পেইন-কিলার’, মাহমুদউল্লাহকে বললেন হৃদয়

দীর্ঘ দেড় যুগের যাত্রার ইতি টানলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ এক ফেসবুক পোস্টে তিনি জানিয়ে দিয়েছেন খবরটা, বলে দিয়েছেন ‘হে বন্ধু! বিদায়!’

তার বিদায়ের ঘোষণার পরপরই সতীর্থরা তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। সবার আগে জানালেন তাওহীদ হৃদয়। তিনি জানালেন মাহমুদউল্লাহকে নিয়ে তার স্মৃতি। তিনি বললেন, ‘ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত‍্যেকটা ব্রিলিয়ান্ট মুহুর্তের জন‍্য ধন‍্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই।’ 

এরপর তার একটা গোপন নামও ফাঁস করেন হৃদয়। তিনি জানান, ‘সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও, আমাদের বন্ধুমহলে আপনার নাম ছিলো “পেইন-কিলার”। এমন অনেক ম‍্যাচ আছে যেগুলোর শেষ মুহূর্তের রিলিফ আপনার থেকে উপহার পেয়েছি।’

পোস্টের শেষে তিনি শুভকামনা জানিয়ে দোয়ার কথাটিও জানিয়ে দেন। তিনি বলেন, ‘আমার দোয়ায় থাকবেন আপনি, যেমনটি সবসময় ছিলেন। অবসর জীবনের জন‍্য শুভকামনা!’

আরেক সতীর্থ জাকের আলী অনিকও মাহমুদউল্লাহর অবসরে ব্যথিত। তিনি অবশ্য তার মনের এই ভাষা জানিয়েছেন একটি ইমোজি দিয়ে। রিয়াদের ফেসবুক পোস্ট শেয়ার দিয়ে তাতে জুড়ে দিয়েছেন দুঃখের ইমোজি।

তার আরেক সতীর্থ রুবেল হোসেন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘থ্যাংক ইউ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। আপনি একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার।

এরপর তিনি তার সঙ্গে একসাথে টেস্ট অভিষেকের স্মৃতিটাও মনে করিয়ে দেন। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুজনের অভিষেক হয়েছিল একই ম্যাচে। সে ম্যাচেই দুজন পেয়েছিলেন প্রথম জয়ের স্বাদ, সে ম্যাচে ৫ উইকেট নিয়ে মাহমুদউল্লাহ বাংলাদেশের জয়ে রেখেছিলেন বড় অবদান। 

রুবেল লিখেছেন, ‘একসাথে অভিষেক হয়েছিল আমাদের টেস্ট ক্রিকেটে । আপনার পরবর্তী দিনগুলোর জন্য শুভকামনা ও ভালোবাসা।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম